এক্সপ্লোর
Advertisement
স্বামী, শ্বশুরবাড়ির কাছে দর বাড়াতে পুলিশের ছদ্মবেশ! আটক গৃহবধূ
আমদাবাদ: পুলিশের ছদ্মবেশ ধারণ করার অভিযোগে গুজরাতের আমদাবাদে এক গৃহবধূকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, অন্য কোনও উদ্দেশ্যে নয়, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের কাছে নিজের দর বাড়াতেই পুলিশের পোশাকের অপব্যবহার করেছেন তিনি।
জানা গিয়েছে, প্রিয়ঙ্কা পটেল নামে ওই গৃহবধূ শাহপুরের হালিমনি খাড়কি এলাকার বাসিন্দা। কিছুদিন আগে রেলওয়ে নিরাপত্তারক্ষীর ইউনিয়ন পরে তিনি মধ্যপ্রদেশে যান। স্বামীর পুরুষতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার তাগিদেই এই কাজ করেছিলেন তিনি।
দিন কতক আগে হঠাতই ওই মহিলা তাঁর শ্বশুরবাড়ির লোকদের জানান, তিনি এখন একজন পুলিশকর্মী। শুধু তাই নয়, প্রত্যেকদিন সকালে স্বামীকে কালুপুর রেল স্টেশনে তাঁকে ছেড়ে দিয়ে আসতেও বলেন তিনি। এক পুলিশকর্মী জানিয়েছেন, কালুপুর থেকে মনিনগর রেল স্টেশনে আসতেন প্রিয়ঙ্কা। সেখানে অন্যান্য কর্মীদের সঙ্গে দিব্যি সময় কাটাতেন তিনি।
এভাবেই চলছিল। কিন্তু কয়েকজন সত্যিকারের পুলিশকর্মীর সামনে ধরা পড়ে যায় প্রিয়াঙ্কার কারসাজি। তাঁর সঙ্গে কথা বলতে গিয়েই অন্যান্য পুলিশ কর্মীরা তাঁর কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে। এরপর তাঁকে আসল ঘটনা বলার জন্য জোর দেয় তারা। চাপের মুখে সমস্ত সত্য ঘটনা স্বীকার করে নিয়েছেন প্রিয়ঙ্কা।
ভারতীয় দণ্ডবিধির ১৭০ ও ১৭১ ধারায় পুলিশের পোশাক ব্যবহার করায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement