এক্সপ্লোর
Advertisement
রোজ মার খেতাম, মোদীকে চিঠি যৌনকর্মীর, তাঁর মতো অত্যাচারিত মেয়েদের বাঁচানোর আর্জি
মুম্বই: দেহ ব্যবসার সঙ্গে একসময় যুক্ত ছিলেন। সেই সময় তাঁর করুণ অবস্থার কথা, অত্যাচারিত হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখে জানালেন এক যৌনকর্মী। দেশের প্রধানের কাছে অনুরোধ রাখলেন, সেই সমস্ত মহিলাদের পাশে দাঁড়াতে যাঁরা অনেক সময় বাধ্য হচ্ছে এই পেশায় আসতে। সেখানে এসে যে দুঃর্বিষহ যন্ত্রণার মধ্যে তাঁদের পড়তে হয় প্রতিমুহূর্তে, সেকথা মোদীকে লিখে জানিয়েছেন ওই মহিলা।
যে যৌনকর্মী মোদীকে এই হৃদয় বিদারক চিঠিটি লিখে পাঠিয়েছেন, তাঁকেও একসময় জোর করেই এই পেশায় নামানো হয়। ওই মহিলার লেখা চিঠিটি মোদীকে দিয়েছেন মহারাষ্ট্র মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার। রাখীর দিন বিজয়া রাহাতকার মোদীর সঙ্গে দেখা করে, তাঁকে রাখী পড়িয়ে এই চিঠিটি দেন।
দু পাতার সেই চিঠিতে লেখা ছিল কীভাবে ওই মহিলাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধেই শহরের এক যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়। তারপর সেখানে চলত পাশবিক অত্যাচার। মেয়েটির কথায়, পশুদের ওপরও এমন অত্যাচার করা হয় না, যা সেখানে হত। ছটি বছর কাটিয়ে অবশেষে সেই নরক থেকে মুক্তি পেয়েছেন ওই মহিলা। সেইজন্যে ওই মহিলা মুম্বই পুলিশ এবং এক স্বেচ্ছাসেবী সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ, আজ তাঁদের জন্যেই তিনি সম্মানীয় জীবনযাপন করতে পারছেন।এখন একটি কাপড়ের কারখানায় কাজ করেন ওই মহিলা।
ওই মহিলার প্রধানমন্ত্রীর কাছে আর্জি, তাঁর মতো মেয়েদের অবিলম্বে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে যদি জীবনের মূলস্রোতে তিনি ফিরিয়ে আনতে পারেন, তাহলে তিনি মোদীর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবেন।
রাহাতকার যিনি বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতিও, দাবি করেছেন, তাঁর বিশ্বাস এবিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement