এক্সপ্লোর
Advertisement
গোল চাপাটি না বানানোয় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন
নয়াদিল্লি: অন্তঃসত্ত্বা স্ত্রী পুরোপুরি গোল চাপাটি বানাতে না পারায় তাঁকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির জাহাঙ্গিরপুরী অঞ্চলে। অভিযুক্ত ব্যক্তি পলাতক।
পুলিশ সূত্রে খবর, পাঁচ বছর আগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সিমরন (২২) নামে নিহত মহিলার বিয়ে হয়। এর আগে তাঁরা এক বছর লিভ-ইনও করেছেন। অভিযুক্ত ব্যক্তি আগে ব্যবসা করতেন। কিন্তু দু বছর আগে ব্যবসায় বিপুল ক্ষতি হওয়ায় তিনি একটি কারখানায় চাকরি করছিলেন। তাঁদের চার বছরের একটি মেয়ে আছে। সে জানিয়েছে, চাপাটির আকার নিয়ে প্রায়ই বাবা-মার ঝগড়া হত। শনিবার রাতেও সেই কারণেই ঝগড়া শুরু হয়। মায়ের পেটে লাথি মারে বাবা। সে মায়ের দিকে ছুটে যায়। কিন্তু বাবা তাকে একটি ঘরে আটকে রাখে।
সিমরনের দাদা রবিবার সকালে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে, ফ্ল্যাটের মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন সিমরন। মেয়েকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। সিমরনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গিয়েছে, শ্বাসরোধ করে সিমরনকে খুন করা হয়েছে। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এই ঘটনা সম্পর্কে আপনার মতামত জানান নীচের কমেন্ট বক্সে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement