এক্সপ্লোর
মেয়ে হওয়ায় অখুশি শ্বশুরবাড়ির লোকজন, পণের দাবি, উত্তরপ্রদেশে মহিলা আরপিএফ কনস্টেবলকে অ্যাসিড স্বামীর!
![মেয়ে হওয়ায় অখুশি শ্বশুরবাড়ির লোকজন, পণের দাবি, উত্তরপ্রদেশে মহিলা আরপিএফ কনস্টেবলকে অ্যাসিড স্বামীর! Husband throws acid on RPF constable in UP মেয়ে হওয়ায় অখুশি শ্বশুরবাড়ির লোকজন, পণের দাবি, উত্তরপ্রদেশে মহিলা আরপিএফ কনস্টেবলকে অ্যাসিড স্বামীর!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/01/12215438/acid1-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুজফফরনগর: অপরাধ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এবং বাবা-মা শ্বশুরবাড়ির পণের চাহিদা মেটাতে পারেননি। এজন্য উত্তরপ্রদেশের ছান্দাউরা গ্রামে মহিলা আরপিএফ কনস্টেবলের ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
সার্কল ইনস্পেক্টর এসকেএস প্রতাপ বলেছেন, কোমল নামে ওই কনস্টেবল কাজ করেন দিল্লিতে। স্বামী কপিল কুমার রাজধানীর এক বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর সঙ্গে ঝগড়া হওয়ার পর থেকে কোমল বাপ-মায়ের কাছে থাকছিলেন। গতকাল তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে তর্কাতর্কির পর তাঁর ওপর অ্যাসিড ছুঁড়ে মেরে পালিয়ে যান কপিল। হাসপাতালে দগ্ধ কোমলের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
কোমলের পরিবারের অভিযোগ, স্বামী, শ্বশুরবাড়ির লোকজন ২০১৩-য় বিয়ের পর থেকেই তাঁর ওপর অত্যাচার শুরু করে পণের দাবিতে। ২০১৬ সালে কোমলের মেয়ে হয়। এটাও তাদের পছন্দ হয়নি।
তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পলাতক কপিল কুমারকে খুঁজছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)