এক্সপ্লোর
Advertisement
কবে রাষ্ট্রপতি বেদের নামে শপথ নেবেন, সেই স্বপ্ন দেখি, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ
নয়াদিল্লি: ফের বিতর্ক উসকে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ মন্তব্য করলেন, তিনি সেইদিনের অপেক্ষা করছেন, যেদিন মার্কিন প্রেসিডেন্টের বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার মতো ভারতের রাষ্ট্রপতিকেও বেদের নামে শপথ নিতে দেখা যাবে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী আর্য সমাজের চারদিনের বিশ্ব কনভেনশনে এ কথা বলেছেন। কনভেনশনকে আর্যসমাজিদের ‘মহাকুম্ভ’ আখ্যা দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে বাইবেলের নামে শপথ করে দায়িত্ব নিতে দেখা যায়। আমি এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানে আমাদের রাষ্ট্রপতি বেদের নাম করে শপথ নেবেন। ‘ঋষিজ্ঞান’ অর্থাত মুনি-ঋষিদের বাণীই দেশের সামনে উদয় হওয়া যাবতীয় সমস্যার সমাধান বলেও মন্তব্য করেন তিনি। ভারতকে তার ‘হৃত গৌরব’ ফিরে পেতে হলে বেদের কাছে ফিরে যেতে হবে বলেও অভিমত জানান তিনি। অনুষ্ঠানে হিমাচল প্রদেশের রাজ্যপাল আচার্য দেব ব্রত আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী মহিলাদের অধিকারের দাবির জোরদার সমর্থন করতেন বলে জানান। বলেন, উনিই প্রথম স্বদেশী পণ্য ব্যবহারের পক্ষে সওয়াল করেন। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন বলেন, তিনি আরএসএস ও আর্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত, যাদের শিক্ষা তাঁকে নিজের জাত পরিচয় ছেড়ে দিতে অনুপ্রাণিত করেছে। এখানে উপস্থিত কেউই আমার জাত কী জানেন না বলে মন্তব্য করে তিনি বলেন, আর্য সমাজ জাতপাতহীন সমাজ গড়া ও কুসংস্কার দূর করার জন্য লড়ছে, তার প্রশংসা করেন।
গত কয়েক মাসে বেশ কয়েকবার তাঁর কিছু মন্তব্যে বিতর্ক হয়েছে। মানুষ বানর ছিল না, মানুষ হয়েই পৃথিবীতে এসেছে বলে দাবি করে তিনি ডারউইনের বিবর্তন তত্ত্বকেই নাকচ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement