এক্সপ্লোর
আইসিএসই-আইএসসি: ছেলেদেরকে টেক্কা মেয়েদের

নয়াদিল্লি: দাপট অব্যাহত কলকাতার। রাজ্যে এবারও আইসিএসই বা আইএসসি- সর্বভারতীয় দু’টি পরীক্ষায় ছেলেদের তুলনায় দাপট অব্যাহত মেয়েদের। আইসিএসই-তে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৫৯১৷ অন্যদিকে আইএসসি পরীক্ষায় বসেছিলেন ৭২ হাজার ৬৯ জন পরীক্ষার্থী৷ যার মধ্যে আইসিএসই-তে এরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ২৫১৷ আইএসসিতে ছিল ২১ হাজার ২১৫৷ আইসিএসই-এ পাস করেছেন এ রাজ্যের ৯৮.০৫ শতাংশ পরীক্ষার্থী৷ আইএসসি-তে পাসের হার ৯৫.৯৫ শতাংশ৷ দু’টি পরীক্ষাতেই ফল কিছুটা ভাল হয়েছে গত বছরের তুলনায়। এবারও ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা৷ আইসিএসইতে রাজ্যে মেয়েদের পাসের হার ৯৮.৩৪ শতাংশ, ছেলেদের পাসের হার ৯৭.৮৪ শতাংশ৷ অন্যদিকে, আইএসসি-তে পাস করেছে ৯৭.৭৪শতাংশ মেয়ে৷ ছেলেদের পাসের হার ৯৪.৪৭৷ আইসিএসই পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে তুলনামূলক খারাপ হয়েছে অঙ্ক ও অর্থনীতিতে ফল। যেখানে ইংরেজিতে পাসেৰ হার ৯৯.৮৪ শতাংশ, বাংলা ও হিন্দিতে ৯৯.৯৫ শতাংশ, সেখানে অঙ্কে পাসের হার ৯৬.৭৭ শতাংশ, অর্থনীতি ৯৬.৪৮ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। অন্যদিকে, আইএসসি-তে সর্বভারতীয় ক্ষেত্রে ইংরেজিতে পাসের পার ৯৯.৪৮, বাংলায় ৯৯.৯০, হিন্দিতে ৯৯.৭৮। আইএসসি-তেও ফল তুলনামূলক খারাপ হয়েছে অর্থনীতি ও অঙ্কে। অর্থনীতিতে পাসের হার ৮৬.৪৭ এবং অঙ্কে ৯২.৪৮।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















