সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ, কৃষ্ণমন্দিরে রমজানের উপবাস ভাঙলেন মুসলিমরা, খাবার পরিবেশনে পুরোহিতরা
বেঙ্গালুরু: সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন কর্নাটকের উদুপি জেলার বাসিন্দারা।
এই প্রথম অঞ্চলের প্রাচীণ কৃষ্ণ মন্দিরে সমবেত হয়ে রমজানের উপবাস ভাঙলেন তাঁরা। একইসঙ্গে, হিন্দুদের সঙ্গে মিলে অংশ নিলেন সম্প্রীতি ভোজে।
খবরে প্রকাশ, প্রায় ১৫০ মুসলিম সম্প্রদায়ের মানুষ উদুপির শ্রীকৃষ্ণ মন্দিরে আসেন। সেখানে তাঁদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল। মূল মন্দিরের বাইরে সকলে মিলে ডাইনিং হলে ভোজে অংশ নেন।
গত শুক্রবার এই সম্প্রীতির ভোজসভার আয়োজন করেছিলেন পেজওয়ার মঠের প্রধান শ্রী বিশ্বেশ্ব তীর্থ স্বামীজি। তিনি জানান, অনুষ্ঠানস্থলেই নামাজ পড়ে রমজানের উপবাস ভাঙেন ওই মুসলিমরা। তিনি যোগ করেন, মন্দিরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
এই প্রসঙ্গে স্বামীজি বলেন, যুগ যুগ ধরে উদুপিতে হিন্দু ও মুসলিমরা একসঙ্গে মিলেমিশে থেকেছেন। তাঁর মতে, তিনি এই (হিন্দু-মুসলিম সম্প্রীতি ভোজ) বিষয়টি কোনও বড় ব্যাপার নয়। বলেন, আমি শুধু এটাই বার্তা দিতে চেয়েছি যে, সকলে মিলে একসঙ্গে থাকতে পারেন।
জানা গিয়েছে, আগত মুসলিমদের নিজে হাতে খেজুর পরিবেশন করেন স্বামীজি। অন্য পুরোহিতরা এরপর তাঁদের কলা, কাজু, আপেল এবং তরমুজ পরিবেশন দেন।