এক্সপ্লোর
Advertisement
এসবিআই এটিএম-এ মিলবে ৫০,২০ টাকার নোট, জানালেন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য
নয়াদিল্লি: কিছুদিন পর থেকে এটিএমে থাকবে ৫০ ও ২০ টাকার নোটও, জানাল এসবিআই। সোমবার এসবিআইয়ের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, ভবিষ্যতে ১০০ টাকার পাশাপাশি এটিএমে মিলবে ৫০ ও ২০ টাকার নোটও। চাপ একটু কমলে এই প্রক্রিয়া শুরু হবে।
এদিকে এটিএমে আসছে নতুন ২ হাজার টাকার নোট। এটিএমগুলিকে নতুন নোটের উপযোগী করে তুলতে প্রস্তুতি চালাচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। পুরনো প্রযুক্তি থাকায় এখন ২০০০ টাকার নতুন নোট নিতে তৈরি নয় এটিএমগুলি। এই পরিস্থিতিতে দিনরাত এক করে কাজ করে চলেছেন মুম্বইয়ের এনসিআর কর্পোরেশন এটিএম ডেভলপমেন্ট-এর কর্মীরা। যে সব এটিএমের ‘রিক্যালিব্রেশন’ হবে, সেখান থেকে মঙ্গলবার কিম্বা বুধবারের মধ্যেই মানুষ ২০০০ টাকার নোট পাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার।
এটিএমগুলির প্রযুক্তিগত মানোন্নয়নের প্রক্রিয়াকে গতিশীল করতে ৮ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে অর্থমন্ত্রক। যার চেয়ারম্যান করা হয়েছে, আরবিআইয়ের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রাকে। টাস্ক ফোর্সে রয়েছেন অর্থমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং ব্যাঙ্কের আধিকারিকরা। এদিকে, দেশজুড়ে নোট-সঙ্কট দূর করতে বায়ুসেনার হেলিকপ্টারও ব্যবহার করেছে সরকার। এদিন পটনার আরবিআইয়ের আঞ্চলিক কার্যালয় থেকে, দুটি এমআই-১৭ হেলিকপ্টার, ১০০, ৫০০ ও ২ হাজার টাকার নোট জামশেদপুর ও বোকারোয় পৌঁছে দেয়।
নোটের সরবরাহ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিদিন নজরদারি চালানোর জন্য, অর্থমন্ত্রকের সিনিয়র অফিসারদের মধ্যে রাজ্য ও ব্যাঙ্কওয়াড়ি দায়িত্ব বণ্টন করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement