এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
গুজরাতে প্রায় ৩ লক্ষ টাকার ঘুষ দেওয়া হল দুহাজার টাকার নতুন নোটে, তাজ্জব তদন্তকারীরা
আমদাবাদ: সারা দেশ যখন কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে হয়রান, তখন গুজারাতের আমদাবাদে দুই বন্দর আধিকারিককে প্রায় তিন লক্ষ টাকার ঘুষ দেওয়া হল দু হাজার টাকার নতুন নোটের বান্ডিলে। টাকা উদ্ধারে গিয়ে তাজ্জব তদন্তকারী আধিকারিকেরা, কারণ মাত্র সাতদিন হয়েছে বাজারে এসেছে নয়া এই নোট।
প্রসঙ্গত, কেন্দ্রের সাম্প্রতিক এই সিদ্ধান্তে কার্যত মারাত্মক দুর্ভোগে পড়েছে আমজনতা। বেশিরভাগ এটিএম এখনও নগদ শূন্য। ব্যাঙ্কেও টাকা তোলার লাইন দীর্ঘ, বেঁধে দেওয়া হয়েছে টাকা তোলার সীমাও। এই পরিস্থিতিতে প্রায় ২.৯ লক্ষ টাকা ঘুষ দেওয়া হল গুজরাতের দুই সরকারি আধিকারিককে দু হাজার টাকার নতুন নোটের বান্ডিলে।
গুজরাতের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা জানিয়েছেন, কান্ডলা বন্দরের ইঞ্জিনিয়ার পি শ্রীভিভাসু এবং সাব ডিভিশনল অফিসার কে কমতেকার একটি বেসরকারি সংস্থার থেকে বিল পাস করিয়ে দেওয়ার জন্যে ৪.৪ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। অভিযুক্ত দুই আধিকারিকের মিডলম্যানকে গ্রেফতার করে ঘুষ নেওয়ার কথা জানতে পারেন তদন্তকারী আধকারিকেরা। এরপরই টাকা উদ্ধারে গিয়ে তাজ্জব হয়ে যান অফিসারেরা। কারণ, টাকাগুলো প্রায় সবই নতুন দুহাজার টাকার নোটের।
সরকারের তরফে দুর্নীতি ও কালো টাকা রোধে যে পদক্ষেপ নেওয়ার জন্যে ৫০০ ও হাজারের নোট বাতিল করা হল, সেখানে বাজারে আসার সাতদিনের মধ্যে এতগুলো দুহাজার টাকা নোট কীভাবে ঘুষ দেওয়া হল, এখন সে নিয়েই চিন্তিত তদন্তকারী অফিসারেরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement