লক ডাউনে অকারণে রাস্তায় বেরলে দেখাশোনা করতে হবে করোনা আক্রান্ত রোগীদের, সিদ্ধান্ত রাজস্থানের জেলাপ্রশাসনের
লক ডাউনের নির্দেশ ভেঙে কারণ ছাড়াই রাস্তায় বেরলে দেখাশোনা করতে হবে করোনা আক্রান্ত রোগীদের। এটাই শাস্তি। রাজস্থানের ঝুনঝুনুতে এই নিয়ম চালু করার সিদ্ধান্ত জেলা প্রশাসনের।
রাজস্থান: লক ডাউনের নির্দেশ ভেঙে কারণ ছাড়াই রাস্তায় বেরলে দেখাশোনা করতে হবে করোনা আক্রান্ত রোগীদের। এটাই শাস্তি। রাজস্থানের ঝুনঝুনুতে এই নিয়ম চালু করার সিদ্ধান্ত জেলা প্রশাসনের।
নাওয়ালগড়ের এসডিএম মুরারিলাল শর্মা নির্দেশ দিয়েছেন, উপযুক্ত কারণ ছাড়া লক ডাউনের সময় রাস্তায় কাউকে ঘুরতে দেখলেই যেন ক্যামেরাবন্দি করা হয় তার ছবি। তারপর সেই ছবি অবশ্যই পাঠাতে হবে জেলা প্রশাসনের কাছে। ছবি দেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে পুলিশ। সাধারণ নাগরিক থেকে কর্তব্যরত পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, ছবি পাঠিয়ে অভিযোগ জানালেই তা দেখা হয়ে গুরুত্ব সহকারে, জানিয়েছেন মুরারীলাল।
সংবাদ মাধ্যমকে মুরারীলাল বলেন, ‘এবার থেকে লক ডাউনের সময় কাউকে বিনা কারণে রাস্তায় ঘুরতে দেখলে গ্রেফতার করবে না পুলিশ। নেওয়া হবে না জরিমানাও। সেইসব আইনভঙ্গকারীদের করতে হবে স্যানিটাইজেশনের কাজ। অথবা তাদের করোনা আক্রান্ত রোগীদের দেখাশোনা করার জন্য পাঠানো হতে পারে হাসপাতালের কোয়ারেন্টাইন বিভাগেও।’
জেটিটি বিশ্ববিদ্যালয় ও সিংহানিয়া বিশ্ববিদ্যালয়ে করোনা আক্রান্ত রোগীদের রাখার জন্য যে অস্থায়ী কোয়ারান্টাইন বিভাগ তৈরি করা হয়েছে, আইনভঙ্গকারীদের পাঠানো হবে সেখানেই। প্রশাসনের এই নির্দেশ সম্পর্কে প্রচার চালানো হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।
প্রশাসন সূত্রে খবর, এই সিদ্বান্ত একেবারেই হাল্কাভাবে বা মজার ছলে নেওয়ার জন্য নয়। সিংহানিয়া বিশ্ববিদ্যালয়ের কোয়ারেন্টাইন বিভাগে এমনিতেই রোগীদের দেখাশোনা করার জন্য লোকের অভাব। তাই এই নিয়ম চালু হলে সুবিধা হবে দুদিকেই। এটা দুদিক থেকেই এটা একটা উইন উইন সিচুয়েশন, বলেছেন মুরারীলাল। একদিকে যেমন রাস্তায় অবাঞ্ছিত লোক কম বেরোবেন, অন্যদিকে করোনা আক্রান্ত রোগীদের দেখাশোনা করার জন্য লোকও পাওয়া যাবে। এতে উপকার হবে রোগীদেরও।