কুলভূষণের স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগ’, পাকিস্তানের থেকে ফের মামলার তথ্য চাইল ভারত
নয়াদিল্লি: কুলভূষণ যাদব মামলায় ফের একবার পাকিস্তানের থেকে বিচারপর্বের বিস্তারিত তথ্য চাইল ভারত।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানান, এই ইস্যুতে ভারত ‘উদ্বিগ্ন’। তিনি বলেন পাকিস্তান জানিয়েছে, কুলভূষণ তাদের হেফাজতে রয়েছে। অথচ, তিনি কোথায়, কোন পরিস্থিতিতে রয়েছেন, তাঁর স্বাস্থ্যই বা কেমন রয়েছে, সেই সম্পর্কে কোনও তথ্য নেই ভারতের কাছে। এটাই উদ্বেগের বিষয়।
গতকালই, পাক ডেপুটি হাই কমিশনার সঈদ হায়দার শাহকে তলব করে কুলভূষণের মামলার বিস্তারিত তথ্য চান বিদেশসচিব। এদিন বাগলে জানান, পাকিস্তান দাবি করছে, যাদবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানো হয়েছিল। তিনি বলেন, যদি তাই হয়ে থাকে, তাহলে ভারত সেই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য দেখতে চায়।
গতকাল, হায়দার শাহের কাছে ভারত জানতে চায়, কুলভূষণের মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাক আইনি ব্যবস্থায় কী কী সংস্থান রয়েছে। পাশাপাশি, ফের একবার যাদবকে কনস্যুলার সহায়তা দেওয়ার অনুরোধ করা হয়।
বাগলে জানান, এখনও পর্যন্ত ভারত ১৫ বার যাদবকে কনস্যুলার সহায়তা দেওয়ার অনুরোধ করেছে পাকিস্তানকে। কিন্তু, প্রত্যেকবারই সেই অনুরোধ খারিজ করেছে পাক। বাগলে জানান, পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
বাগলে এদিন পুনরায় জানিয়ে দেন, কুলভূষণ নিরপরাধ। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পাকিস্তান। কুলভূষণের বিষয় নিয়ে গত সপ্তাহে পাক বিদেশসচিব তেহমিনা জাঞ্জুয়ার সঙ্গেও দেখা করে একই অনুরোধ করেছেন ভারতীয় হাই-কমিশনার গৌতম বাম্বাওয়ালে। সেখানে বলা হয়, মামলার তথ্য না পেলে ভারতের পক্ষে এগনো সম্ভব নয়। কিন্তু, পাকিস্তান সেই অনুরোধ খারিজ করে দেয়।