এক্সপ্লোর
২৫ সেপ্টেম্বর থেকে ফের দেশে লকডাউন? ‘ভুয়ো খবর’, সাফ জানাল সরকার
'ফেক নিউজ' সতর্কীকরণ পোস্টের মাধ্যমে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-ও ফের দেশজুড়ে লকডাউন জারি করা সংক্রান্ত খবরের সত্যতা নস্যাৎ করেছে।

নয়াদিল্লি: দেশে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ঘোরাফেরা করছে, যেখানে দাবি করা হয়েছে সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ফের দেশজুড়ে লকডাউন জারি করবে। সরকার এই খবর সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। 'ফেক নিউজ' সতর্কীকরণ পোস্টের মাধ্যমে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-ও ফের দেশজুড়ে লকডাউন জারি করা সংক্রান্ত খবরের সত্যতা নস্যাৎ করেছে।
১০ সেপ্টেম্বর তারিখ উল্লেখ করা ওই ভুয়ো নির্দেশে বলা হয়েছে, 'কোভিড-১৯ এর প্রসার রুখতে এবং দেশে মৃত্যুহার কমাতে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ), সেইসঙ্গে যোজনা কমিশন ভারত সরকারকে আর্জি জানিয়েছে এবং প্রধানমন্ত্রীর দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ২৫ সেপ্টেম্বর মধ্যরাত থেকে দেশদজুড়ে ৪৬ দিনের কঠোর লকডাউন জারি করতে বলেছে। দেশে অত্যাবশ্যক সামগ্রীর সরবরাহ ব্যবস্থা রাখতে এনডিএমএ মন্ত্রককে সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে মন্ত্রককে আগাম নোটিশ জারি করেছে'।
এই ভুয়ো নির্দেশ খারিজ করে পিআইবি বলেছে, 'দাবি: তথাকথিত ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির নির্দেশ বলে দাবি করা হয়েছে, সংস্থা ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে লকডাউন ফের জারি করতে সরকারকে নির্দেশ দিয়েছে। পিআইবি-র তথ্য যাচাই: এই নির্দেশিকা ভুয়ো। দেশজুড়ে লকডাউন ফের জারির এ ধরনের কোনও নির্দেশ এনডিএমএ জারি করেনি'।
উল্লেখ্য, করোনার প্রকোপ রুখতে ভারতে মার্চের শেষ থেকে লকডাউন জারি করা হয়েছিল। জুন থেকে ধাপে ধাপে আনলক পর্ব শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
আইপিএল
Advertisement
