প্রথমবার, সামরিক মহড়ায় একসঙ্গে অংশ নেবে ভারত, পাকিস্তান
নয়াদিল্লি: প্রথমবার, সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। আগামী সেপ্টেম্বরে রাশিয়াতে হতে চলেছে ওই বহুদেশীয় সন্ত্রাসদমন মহড়া। সেখানে ভারতের পাশাপাশি অংশগ্রহণ করতে চলেছে পাকিস্তান সহ ৮টি দেশ।
জানা গিয়েছে, চিন-নেতৃত্বাধীন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নিরাপত্তা পরিষদের অন্তর্গত এই যৌথ সামরিক মহড়া হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নর্থ অতলান্তিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-র পাল্টা হিসেবে এই এসসিও গড়ে তুলেছে চিন।
সূত্রের খবর, রাশিয়ার উরাল পর্বতমালার কাছে ওই সামরিক মহড়া হবে। প্রায় সবকটি এসসিও সদস্য-দেশ এই মহড়ায় অংশ নেবে। বলা হচ্ছে, এই মহড়ার মূল লক্ষ্য হল এসসিও গোষ্ঠীর ৮ সদস্য দেশের মধ্যে শান্তি-স্থাপন এবং সন্ত্রাস-দমন সহযোগিতা বৃদ্ধি করা।
গত সপ্তাহে বেজিংয়ে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন নির্মলা সীতারমণ। সেখানেই তিনি ভারতের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, স্বাধীনতার পর এই প্রথম ভারত ও পাকিস্তান সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে। তবে, এর আগে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর অঙ্গ হিসেবে একসঙ্গে কাজ করেছে দুদেশের সেনা।
এখানে বলে রাখা দরকার, ২০০১ সালে এসসিও তৈরি হয়। সেই সময় এই পূর্ণ সদস্য ছিল চিন, রাশিয়া, কিরঘিজস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০০৫ সালে ভারত ও পাকিস্তানকে পর্যবেক্ষক হিসেবে যুক্ত করা হয়। গতবছর দুজনই পূর্ণ সদস্যের মর্যাদা পায়।