হাফিজ সঈদ আটক: জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা নিয়ে সদিচ্ছা দেখাক পাকিস্তান, জানাল ভারত
নয়াদিল্লি: ২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড তথা জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের আটক প্রসঙ্গে সতর্ক প্রতিক্রিয়া দেখাল ভারত।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, হাফিজের আটক হওয়ার খবরের ওপর নজর রাখছে ভারত। যদিও তিনি যোগ করেন, এর আগেও সঈদকে একইভাবে প্রিভেন্টিভ কাস্টোডিতে নিয়েছে পাকিস্তান।
তিনি বলেন, হাফিজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পাকিস্তানের উচিত নিজেদের সদিচ্ছার প্রমাণ দেওয়া। তাঁর আরও দাবি, শুধু হাফিজ নয়, ভারতের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপে অভিযুক্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও একই ব্যবস্থা নিতে হবে ইসলামাবাদকে।
প্রসঙ্গত, পাক অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশে হাফিজের বিরুদ্ধে আটকের ফরমান জারি করে পাক পঞ্জাব প্রদেশের অভ্যন্তরীণ দফতর। এরপরই লাহৌর থেকে সঈদ এবং আরও চারজনকে আটক করে সেখানকার সন্ত্রাসদমন বাহিনী। সেই সময় হাফিজ স্থানীয় মসজিদ-এ-কুদসিয়া চৌবুর্জিতে ছিলেন।
জানা গিয়েছে, হাফিজকে আটক করার সঙ্গেই তার সংগঠন জামাত-উদ দাওয়া এবং ফালাহ-এ-ইনসানিয়ত ফাউন্ডেশনকেও সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ নম্বর প্রস্তাব অনুযায়ী নজরাদারিতে রাখা হয়েছে।