এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর: নিয়ন্ত্রণ রেখার দু দিকেই নিঃশর্তে যেতে দিতে আবেদন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কর্তার, কড়া জবাব ভারতের
জেনিভা, ইসলামাবাদ ও নয়াদিল্লি: তীব্র ক্ষোভ জানাল ভারত। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার জেইদ রাদ আল হুসেনের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়ে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, সন্ত্রাসবাদের জন্যই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।যে কোনও নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ তদন্তকারীরই এটা স্বীকার করা উচিত।পাকিস্তান থেকে আসা লাগাতার সন্ত্রাসই কাশ্মীর উপত্যকার পরিস্থিতি ভয়াল করে তুলেছে, সে কথাও বলা হয়েছে বিবৃতিতে।
নিয়ন্ত্রণরেখার দুদিকেই নিঃশর্তে যাতে অবাধে তাদের যেতে দেওয়া হয়, সেজন্য ভারত, পাকিস্তান—এদিন উভয় দেশকেই অনুরোধ করেন জেইদ রাদ আল হাসান। জেনিভার মানবাধিকার কাউন্সিলের ৩৩-তম অধিবেশনের সূচনার বিবৃতিতে তিনি বলেছেন, ২ মাস আগেই আমি ভারত, পাকিস্তান সরকারকে অনুরোধ করেছিলাম যাতে তারা নিয়ন্ত্রণ রেখার উভয় দিকেই সফরের জন্য আমার দপ্তরের টিমকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে একমত হয়।কাশ্মীরের প্রকৃত পরিস্থিতি সঠিক ভাবে খতিয়ে দেখতেই তাঁদের দল নিয়ন্ত্রণ রেখার দু দিকে সফরে যেতে চায় বলে জানিয়েছেন জেইদ।
তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের শাসনের আওতায় থাকা সাধারণ মানুষজনের ওপর মাত্রাছাড়া বলপ্রয়োগ করছে বলে আমরা আগেও রিপোর্ট পেয়েছি, এখনও পাচ্ছি। বিবাদ, সংঘাত ও বহু মানুষের হতাহত হওয়ার কারণ সম্পর্কে দু দেশের পক্ষ থেকে পরস্পরবিরোধী ভাষ্য, ব্যাখ্যা পাচ্ছি তাই আমার মত হল, সেখানে আন্তর্জাতিক মিশন পাঠানো জরুরি যারা নিরপেক্ষ, অবাধে পরিস্থিতি খতিয়ে দেখবে। তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে যাতে দু পক্ষের দাবি নিরপেক্ষ ঢঙে বিচার করে দেখা সম্ভব হয়।
জেইদের মন্তব্যেরই কড়া জবাব দিয়ে বিদেশমন্ত্রক। বলেছে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অবস্থার কোনও তুলনাই চলতে পারে না। কাশ্মীরে গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। অন্যদিকে অধিকৃত কাশ্মীরে এক পাক কূটনীতিককে একতরফা ক্ষমতার শীর্ষে বসিয়ে দেওয়া হয়েছে।
জেইদ এও বলেন, পাকিস্তান তাদের দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি পর্যবেক্ষক টিম পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।তবে তারা বলেছে, ভারতের দিকে নিয়ন্ত্রণ রেখাতেও যেন টিম পাঠানো হয়।
বিদেশমন্ত্রক বিবৃতিতে বলেছে, কাশ্মীরে বর্তমান অশান্ত পরিস্থিতি তৈরিই হয়েছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের স্বঘোষিত এক কমান্ডারের মৃত্যুর জেরে, একাধিক সন্ত্রাসবাদী নাশকতায় যার খোঁজ চলছিল।।তার ওপর আগুনে ঘৃতাহুতি দিয়ে চলেছে পাকিস্তান থেকে রপ্তানি করা সন্ত্রাসবাদ। ভারতীয় নিরাপত্তাবাহিনীর বড় সংখ্যক জওয়ানদের নিহত হওয়া থেকেই প্রমাণ, জটিল পরিস্থিতিতে তারা চরম সংযম দেখিয়ে চলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement