এক্সপ্লোর
চলছে তথ্য জোগাড়, সৌদিতে আটক ভারতীয়দের ফেরাতে আজই যাচ্ছেন ভি কে সিংহ

নয়াদিল্লি: সৌদি আরবে আটক ভারতীয়দের ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করল ভারত। আটকে পড়া কয়েক হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে শীঘ্রই সেদেশে যাবেন বিদেশ প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিংহ। তার আগে সেখানে বসবাসকারী ভারতীয়দের সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সৌদিতে ভারতীয় দূতাবাসকে। বর্তমানে কর্মহীন হয়ে পড়া প্রায় ৭,৭০০ ভারতীয় দূতাবাস পরিচালিত বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাকি ভারতীয়দের সুলুক-সন্ধান শুরু করছেন দূতাবাস কর্মীরা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, আজ মধ্যরাতেই সৌদির উদ্দেশে রওনা দেবেন ভি কে সিংহ। সেখানে পৌঁছে তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। তার আগে এদিন সকালে সৌদির রাষ্ট্রদূত সৌদ বিন মহম্মদ আল সাতির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রকে সিংহের সতীর্থ তথা আরেক বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। প্রসঙ্গত, সৌদিতে কাজ হারিয়ে চরম সঙ্কটে প্রায় ১০ হাজার ভারতীয়। পরিস্থিতি এমন যে, কর্মহীন হয়ে প্রায় আনাহারে দিন কাটাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে, যুদ্ধকালীন তৎপরতায় আসরে নেমে আটকদের দেশে ফেরানোর ঘোষণা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ততদিন পর্যন্ত, পীড়িতদের জন্য ত্রাণ-শিবির খুলে সেখানে খাবারের বন্দোবস্তও করা হয় ভারতের তরফে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















