এক্সপ্লোর
আজ থেকে কার্যকর হল ভারতীয় রেলের নয়া টাইম টেবিল, ৬টি নতুন ট্রেন চালু, দ্রুত গতিতে ছুটবে একাধিক ট্রেন

নয়াদিল্লি: সোমবার ভারতীয় রেলের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পয়লা নভেম্বর থেকে কার্যকর হবে রেলের নতুন টাইম টেবিল। আজ থেকে কার্যকর হল রেলের নয়া টাইম টেবিল। এছাড়া তেজস, হামসফর এবং অন্ত্যোদয়া প্রকল্পের আওতায় মোট ছটি নতুন ট্রেন চালু হল আজ থেকে, সঙ্গে বাড়ানো হল ৬৫টি ট্রেনের গতি। প্রসঙ্গত, মেল-এক্সপ্রেস-প্যাসেঞ্জার মিলিয়ে প্রায় ৫০০টি ট্রেনের যাত্রার সময় ৫ মিনিট থেকে ২ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত কমানো হল বলে রেলসূত্রে খবর। যে নতুন ছটি ট্রেন চালু হল, সেগুলো হল
- নয়াদিল্লি এবং চণ্ডীগড়ের মধ্যে সপ্তাহে ছদিন ছুটবে তেজস এক্সেপ্রেস
- সপ্তাহে ছ দিন তেজস এক্সপ্রেস ছুটবে লখনউ এবং আনন্দবিহারের মধ্যে
- সপ্তাহে একদিন ছুটবে শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস
- সপ্তাহে তিনদিন ইলাহাবাদ-আনন্দবিহারের মধ্যে ছুটবে হামসফর এক্সপ্রেস
- সপ্তাহে একদিন অন্ত্যোদয়া এক্সপ্রেস ছাড়বে দারভাঙ্গা এবং জলন্ধরের মধ্যে
- সপ্তাহে একদিন অন্ত্যোদয়া এক্সপ্রেস ছুটবে বিলাসপুর-ফিরোজপুরের মধ্যে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















