এক্সপ্লোর
Advertisement
শিগগিরই সেনার হাতে তুলে দেওয়া হবে বিধ্বংসীতম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫
নয়াদিল্লি: আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ শিগগিরই ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে। দেশের সবচেয়ে বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে গোটা চিন। অগ্নি-৫ হাতে এলে ভারতীয় সেনার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন।
অগ্নি-৫ আঘাত হানতে পারবে ৫,০০০ কিলোমিটার পর্যন্ত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হচ্ছে সেনার অভিজাত স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ড বা এসএফসি-র হাতে। তবে এসএফসি-কে দেওয়ার আগে অগ্নি-৫-এর রুটিনমাফিক পরীক্ষা চলছে এখন।
চিনের বেজিং, সাংহাই, গুয়াংঝু তো বটেই, অগ্নি-৫-এর আওতায় রয়েছে হংকং-ও। গত মাসে ওড়িশা উপকূল থেকে এই আগ্নেয়াস্ত্রর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে।
আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়ার মত হাতে গোনা কয়েকটি দেশেরই হাতে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে ৭০০ কিলোমিটার পাল্লার অগ্নি-১, ২,০০০ কিলোমিটার পাল্লার অগ্নি-২, ২,৫০০ কিলোমিটারের অগ্নি-৩ ও ৩,৫০০ কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি-৪। এবার অগ্নি-৫-ও তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর হাতে।
অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলতে আরও বেশ কয়েকটি প্রকল্পের ওপর কাজ চালাচ্ছে কেন্দ্র। এগুলির মধ্যে রয়েছে ৪০ সুখোই কমব্যাট বিমানের সঙ্গে বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোসকে মিলিয়ে দেওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement