এক্সপ্লোর
Advertisement
আইপিএলের মূল স্পনসরশিপের দৌড়ে উঠে এল পতঞ্জলির নাম
এবারের আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে উঠে এল যোগগুরু বাবা রামদেবের সংস্থার পতঞ্জলির নামও। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাতের জেরে চিনা পণ্য বয়কটের জোরাল দাবি উঠেছে। এরই প্রেক্ষাপটে আসন্ন আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে চিনের স্মার্টফোন প্রস্ততকারী সংস্থা ভিভো।
নয়াদিল্লি: এবারের আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে উঠে এল যোগগুরু বাবা রামদেবের সংস্থার পতঞ্জলির নামও। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাতের জেরে চিনা পণ্য বয়কটের জোরাল দাবি উঠেছে। এরই প্রেক্ষাপটে আসন্ন আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে চিনের স্মার্টফোন প্রস্ততকারী সংস্থা ভিভো। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ আইপিএলের মূল স্পনসর কে হতে পারে, তা নিয়ে জোর আলোচনা চলছে। আর এক্ষেত্রে উঠে এল পতঞ্জলির নামও।
পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা বলেছেন, এ বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ নিয়ে আমরা বিবেচনা করছি। কারণ, আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মার্কেটিং মঞ্চ দিতে আগ্রহী।
তিজারাওয়ালা সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন যে, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর কাছে এ ব্যাপারে প্রস্তাব পেশের বিষয়টি তাঁরা বিবেচনা করছেন।
এবারের আইপিএল দেশের বাইরে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে। সম্ভবত দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ হবে। এ সত্ত্বেও সংবাদমাধ্যম জুড়ে থাকবে আইপিএল। এরফলে টাইটেল স্পনসর হলে পতঞ্জলি লাভবান হতে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ভিভো সরে যাওয়ার বিসিসিআই নতুন স্পনসরের খোঁজ চালাচ্ছে। এক্ষেত্রে উঠে আসছে জিও, আমাজন, টাটা গ্রুপ, ড্রিম ১১, আদানি গ্রুপ ও এডুকেশন স্টার্ট-আপ বাইজুসের মতো সংস্থার নাম। এই তালিকায় সংযোজিত হল পতঞ্জলি আয়ুর্বেদের নামও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement