এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যেতে লখনউ বিমানবন্দরে বাধা, অভিযোগ অখিলেশের, বসপা-সপা জোট হওয়ায় এতই ভয় পেয়েছে বিজেপি! বললেন মায়াবতী
एक छात्र नेता के शपथ ग्रहण कार्यक्रम से सरकार इतनी डर रही है कि मुझे लखनऊ हवाई-अड्डे पर रोका जा रहा है! pic.twitter.com/eaNrUQX1SX
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 12, 2019
I was prevented from boarding the airplane without any written orders. Currently detained at Lucknow airport.
It is clear how frightened the govt is by the oath ceremony of a student leader. The BJP knows that youth of our great country will not tolerate this injustice anymore! pic.twitter.com/xtnpNWtQRd
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 12, 2019
बिना किसी लिखित आदेश के मुझे एयरपोर्ट पर रोका गया। पूछने पर भी स्थिति साफ करने में अधिकारी विफल रहे। छात्र संघ कार्यक्रम में जाने से रोकना का एक मात्र मकसद युवाओं के बीच समाजवादी विचारों और आवाज को दबाना है। pic.twitter.com/151IwzPl1t
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 12, 2019
বিমানবন্দরের ডিরেক্টর এ কে শর্মা অবশ্য তাঁর কাছে অখিলেশকে আটকে দেওয়ার কোনও খবর নেই বলে দাবি করেছেন।
সপা সভাপতির অভিযোগ ঘিরে উত্তাল হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা। দলীয় সভাপতিকে বিমানবন্দরে বাধা দেওয়ার খবর পেয়ে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তুলতে চান বিধায়করা। সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে যান তাঁরা। সপা নেতা নরেন্দ্র বর্মা বলেন, বর্তমান শাসককূল গণতন্ত্র হত্যার চেষ্টা করছে, আমাদের নেতার এলাহাবাদ যাত্রা আটকাচ্ছে। বচসা, বাকবিতন্ডা সভা মুলতুবি থাকে কিছুক্ষণ।
এদিকে অখিলেশকে বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ শুনে মায়াবতীর প্রতিক্রিয়া, এটা দুর্ভাগ্যজনক, এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে সর্বস্তরে লড়াই হবে। কেন্দ্র, উত্তরপ্রদেশে বিজেপি সরকার কি বসপা-সপা জোট হওয়ায় এতই ভয় পেয়েছে যে এ জাতীয় অগণতান্ত্রিক পদ্ধতি নিতে হচ্ছে, প্রশ্ন করেন বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রী। এটা বিজেপি সরকারের সম্পূর্ণ একনায়কতন্ত্রের উদাহরণ বলে দাবি করেন তিনি।
My statement on the negative and undemocratic politics behind my detention at Lucknow Airport. pic.twitter.com/dP7MvdjOcT
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 12, 2019
পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সপা-র নৈরাজ্যবাদী কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন। আরও বলেছেন, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ই বলেছিল, সেখানকার ছাত্র সংগঠনগুলির মধ্যে বিবাদ-বিরোধের পরিপ্রেক্ষিতে অখিলেশ যাদবের সফরে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। তাদের অনুরোধেই সরকারকে ব্যবস্থা নিতে হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গতকালই সপা প্রধানের আপ্ত সহায়ককে জানিয়েছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে রাজনীতিকদের থাকার অনুমতি নেই।