এক্সপ্লোর
‘উপহার’ নিয়ে নয়াদিল্লিতে নেতানেয়াহু, প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ৬ দিনের ভারত সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু। গত বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার পাল্টা সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে যান মোদী। দুই প্রধানমন্ত্রী তিন মূর্তি চকে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই তিন মূর্তি চকের নাম বদলে তিন মূর্তি হাইফা চক করা হচ্ছে। ১৫ বছর পরে ভারত সফরে এলেন ইজরায়েলের কোনও প্রধানমন্ত্রী। এর আগে ২০০৩ সালে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ভারত সফরে এসেছিলেন। এরপর আজ এলেন নেতানেয়াহু। তাঁর সঙ্গে এসেছে শিল্পপতিদের একটি বিশাল দল। দু’দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে।
#WATCH Israel PM Benjamin Netanyahu received by PM Narendra Modi in Delhi. #NetanyahuInIndia pic.twitter.com/CTv4rlEWSg
— ANI (@ANI) January 14, 2018
‘বন্ধু’ মোদীর জন্য তিনি এক ‘বিশেষ উপহার’ নিয়ে এসেছেন নেতানেয়াহু। এই উপহারটি হল জল পরিশোধনের উপযোগী জিপ। গত বছরের জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী যখন ইজরায়েল সফরে গিয়েছিলেন, তখন তিনি ভূমধ্যসাগরের তীরে সেই জিপে চড়েছিলেন। এবার তাঁকে সেই জিপ উপহার দিচ্ছেন নেতানেয়াহু। এই জিপের দাম ১,১১০০০ মার্কিন ডলার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ভোট দিয়েছে ভারত। কিন্তু নেতানেয়াহু বুঝিয়ে দিয়েছেন, তাতে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। তিনি বলেছেন, ‘আমি চেয়েছিলাম রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটিতে ভারতের অবস্থান অন্যরকম হোক। কিন্তু আমার মনে হয় না এর ফলে ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক বদলাবে না।’ খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















