এক্সপ্লোর
Advertisement
ভোটের আগে তামিলনাড়ুর থেকে উদ্ধার হওয়া ৫৭০ কোটি নিজেদের বলে দাবি এসবিআই-এর
চেন্নাই: বিধানসভা নির্বাচনের ঠিক আগে শনিবার তামিলনাড়ুর একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫৭০ কোটি টাকা উদ্ধার করে নির্বাচন কমিশন। সেই টাকা নিজেদের বলে আজ দাবি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে ওই বিপুল পরিমাণ অর্থ রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন নিয়েই নিয়ে যাওয়া হচ্ছিল।
ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ ভূলবশত ওই বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে। প্রসঙ্গত ব্যাঙ্কের এক আধিকারিকের পক্ষ থেকে দাবি করা হয় তাঁরা তাঁদের মূল শাখা কোয়েমবত্তুর থেকে বিশাখাপত্তনমে ব্যাঙ্কের আর এক শাখায় টাকাটা রাখতে যাচ্ছিলেন। অন্ধ্রপ্রদেশের ওই শাখায় হঠাত্ অর্থাভাব দেখা দেওয়ায় টাকার এই লেনদেনে অনুমতিও দেয় রিজার্ভ ব্যাঙ্ক, দাবি এসবিআই আধিকারিকের।
শনিবার সকালে তিরুপুর জেলায় তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে কমিশনের আধিকারিকরা।
সে সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দাবি করেন, তাঁরা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোয়েমবত্তুর শাখা থেকে ওই টাকা তুলে বিশাখাপত্তনম শাখায় জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু এই দাবির সমর্থনে তাঁরা কোনও নথি দেখাতে পারেননি। ওই গাড়ি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আধাসামরিক বাহিনী ও কমিশনের আধিকারিকরা শনিবার পেরুমানাল্লুর-কুন্নাথুর বাইপাসে প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। যে গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সেটির সঙ্গে আরও তিনটি গাড়ি ছিল। ওই গাড়িগুলি তল্লাশির জন্য না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আধা সেনা ও কমিশনের কর্তারা তাড়া করে গাড়িগুলিকে ধরে ফেলেন।
তল্লাশিতে দেখা যায়, বেশ কয়েকটি বাক্সের মধ্যে টাকা রয়েছে। গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে অন্ধ্র প্রদেশের পুলিশকর্মী বলে দাবি করেন। কিন্তু তিনি কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি। এরপরই গাড়িতে থাকা প্রত্যেককে আটক করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement