এক্সপ্লোর
আফরাজুল হত্যা: শম্ভুলালের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ

জয়পুর: বাঙালি শ্রমিক মহম্মদ আফরাজুলকে নারকীয় হত্যার মামলায় অভিযুক্ত শম্ভুলাল রেগরের আরও দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রাজস্থানের একটি আদালত। গতকাল শম্ভুলালকে আদালতে পেশ করা হয়। উদয়পুর রেঞ্জের আইজি আনন্দ শ্রীবাস্তব বলেছেন, আদালত আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শম্ভুলালের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। গত ৬ ডিসেম্বর রাজস্থানের রাজসমন্দে আফরাজুলকে কুপিয়ে পুড়িয়ে খুন করেছিল শম্ভুলাল। সেই ঘটনার ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। খুনের ওই ভিডিও তুলেছিল শম্ভুলালের নাবালক ভাইপো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















