এক্সপ্লোর
পুলওয়ামায় সিআরপিএফের টহলদারি দলের ওপর হামলা জঙ্গিদের, মৃত্যু দুই জওয়ানের
প্যাম্পোরের কান্দজাল এলাকায় জম্মু-শ্রীনগর হাইওয়েতে এই ঘটনা ঘটে। সেনা পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে।

নয়াদিল্লি:জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার প্যাম্পোর বাইপাসে সিআরপিএফের টহলদারি দলের ওপর গুলি চালাল জঙ্গিরা। এই ঘটনায় পাঁচ জওয়ান জখম হয়েছেন। তাঁদের সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম জওয়ানদের মধ্যে ২ জন মৃত্যবরণ করেছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা। প্যাম্পোরের কান্দজাল এলাকায় জম্মু-শ্রীনগর হাইওয়েতে এই ঘটনা ঘটে। সেনা পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
একদিন আগেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা ও পুলিশের যৌথ দল প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল। পুলিশ ও সেনার যৌথ দল পুঞ্চের সুরনে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এরমধ্যে রয়েছে গোলা-বারুদ সহ একটি একে ৪৭ রাইফেল, তিন ম্যাগাজিন ও একটি পিস্তল। জঙ্গিদের ডেরার ব্যাপারে নিরাপত্তা বাহিনী বিশেষ সূত্রে জানতে পারে এবং সেই সূত্রের ভিত্তিতে অভিযান চালায়।#UPDATE Of the five CRPF jawans, who were injured after terrorists fired upon the Force's road opening party (ROP), two jawans lost their lives. More details awaited. #JammuAndKashmir https://t.co/zIZ5pHKXw2
— ANI (@ANI) October 5, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















