এক্সপ্লোর
Advertisement
পুলওয়ামায় সিআরপিএফের টহলদারি দলের ওপর হামলা জঙ্গিদের, মৃত্যু দুই জওয়ানের
প্যাম্পোরের কান্দজাল এলাকায় জম্মু-শ্রীনগর হাইওয়েতে এই ঘটনা ঘটে। সেনা পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
নয়াদিল্লি:জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার প্যাম্পোর বাইপাসে সিআরপিএফের টহলদারি দলের ওপর গুলি চালাল জঙ্গিরা। এই ঘটনায় পাঁচ জওয়ান জখম হয়েছেন। তাঁদের সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম জওয়ানদের মধ্যে ২ জন মৃত্যবরণ করেছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা। প্যাম্পোরের কান্দজাল এলাকায় জম্মু-শ্রীনগর হাইওয়েতে এই ঘটনা ঘটে। সেনা পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
একদিন আগেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা ও পুলিশের যৌথ দল প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল। পুলিশ ও সেনার যৌথ দল পুঞ্চের সুরনে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এরমধ্যে রয়েছে গোলা-বারুদ সহ একটি একে ৪৭ রাইফেল, তিন ম্যাগাজিন ও একটি পিস্তল। জঙ্গিদের ডেরার ব্যাপারে নিরাপত্তা বাহিনী বিশেষ সূত্রে জানতে পারে এবং সেই সূত্রের ভিত্তিতে অভিযান চালায়।#UPDATE Of the five CRPF jawans, who were injured after terrorists fired upon the Force's road opening party (ROP), two jawans lost their lives. More details awaited. #JammuAndKashmir https://t.co/zIZ5pHKXw2
— ANI (@ANI) October 5, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement