এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের পাথরছোঁড়া বাহিনীর মোকাবিলায় ট্রাকে-বাসে পাথর, স্বেচ্ছাসেবক নিয়ে শ্রীনগর রওনা জন সেনার
লখনউ: এবার কাশ্মীরে সেনা-পুলিশকে টার্গেট করে পাথর ছোঁড়া যুবকদের মোকাবিলায় মাঠে নামল কানপুরের সামাজিক-ধর্মীয় সংগঠন জন সেনা। রবিবার ১০০-র বেশি বাসে হাজারের বেশি স্বেচ্ছাসেবককে চাপিয়ে শ্রীনগর রওনা দিল তারা। অভিযানের নেতৃত্ব দিচ্ছে সাধু-মহন্তরা।
স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রধান বালযোগী অরুণ পুরী চৈতন্য মহারাজ জানিয়েছেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। পাথরবাজির যোগ্য জবাব দেব। স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য খাবারদাবার, তাবু, পাথর নিয়ে যাচ্ছে বেশ কয়েকটি ট্রাক। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে স্বেচ্ছাসেবকরা পাথর ছোঁড়া বাহিনীর মোকাবিলা করবে বলে জানিয়েছে সংগঠনটি। এজন্য কী করে উড়ে আসা পাথর থেকে মাথা বাঁচিয়ে পাল্টা পাথর ছুঁড়তে হয়, সেই ট্রেনিং দেওয়া হয়েছে ওদের। গাইড করবে সাধু, মহন্তরা।
এক স্বেচ্ছাসেবক বলেছে, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি দিন কে দিন খারাপ হচ্ছে। পাথরের নিশানা হচ্ছে জওয়ানরা। মহন্তরা তাই এর মোকাবিলায় ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। ওখানে যেসব এলাকায় পাথরবাজি চলছে, সেখানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে কথা বলে পজিশন নেবে স্বেচ্ছাসেবকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement