এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস নেতারা উদ্ধত, সামন্ততান্ত্রিক মানসিকতার, তোপ নকভির, জোট সরকার বেশিদিন টিকবে না, দাবি অনন্ত কুমারের
নয়াদিল্লি ও বেঙ্গালুরু: কর্ণাটকে বি এস ইয়েদুরাপ্পা সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে না পেরে আস্থাভোটের আগেই ইস্তফা দেওয়ার পর কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি ট্যুইট করে বলেছেন, ‘উদ্ধত কংগ্রেস ও তাদের সামন্ততান্ত্রিক মানসিকতার নেতাদের উদ্দেশে আমার পরামর্শ, তারাদের পরেও দুনিয়া আছে। ভবিষ্যতে আরও অনেক পরীক্ষা বাকি আছে।’
Advice to “arrogant” Congress and its “feudal leadership”, who are celebrating “victory of Jugaad”-- “Sitaron Ke Aage Jahan Aur Bhi Hain, Abhi Waqt Ke Imtehan Aur Bhi Hain”. #FloorTest
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) May 19, 2018
অপর এক কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারও আজ কংগ্রেস ও জেডিএস জোটকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, এই ‘অশুভ জোট’ বেশিদিন টিকবে না। তিনি আরও বলেছেন, ‘কংগ্রেস ৭৮টি আসন পাওয়া সত্ত্বেও শুধু বিজেপি-কে আটকানোর জন্য জেডিএস-এর পায়ে পড়ে গিয়েছিল। এটা লজ্জাজনক ঘটনা। কংগ্রেস ও জেডিএস-এর অশুভ জোটের ফলে তৈরি হওয়া নতুন সরকার বেশিদিন টিকবে না। শুধু বিজেপি-ই স্থায়ী সরকার গঠন করতে পারে। কর্ণাটকের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করে বিজেপি-র পক্ষে রায় দিয়েছেন। চামুন্ডেশ্বরী কেন্দ্রে সিদ্দারামাইয়া হেরে গিয়েছেন। জেডিএস প্রান্তিক দলে পরিণত হয়েছেন। তারপরেও এই দুই দল জোট করে সরকার গড়ছে। আমরা কর্ণাটকের প্রতিটি গ্রামে গিয়ে কংগ্রেসের এই বিশ্বাসঘাতকতার কথা বলব।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement