তথ্য আন্দোলন কর্মী খুনে প্রাক্তন বিজেপি সাংসদ সহ ৬ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা সিবিআই আদালতের
তথ্যের অধিকার আন্দোলনের কর্মী আইনজীবী জেথওয়া খুনের ঘটনায় প্রাক্তন বিজেপি সাংসদ দিনু বোঘা সোলাঙ্কি সহ ৬ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত।

আমেদাবাদ: তথ্যের অধিকার আন্দোলনের কর্মী আইনজীবী জেথওয়া খুনের ঘটনায় প্রাক্তন বিজেপি সাংসদ দিনু বোঘা সোলাঙ্কি সহ ৬ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। একই সঙ্গে দোষীদের ১৫ লাখ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
২০১০ সালে জনস্বার্থ মামলা দায়ের করে গির অভয়ারণ্য সংলগ্ন এলাকায় অবৈধ খনন নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ওই আইনজীবী। সেখানে জুনাগড়ের প্রাক্তন সাংসদ দিনু বোঘা সোলাঙ্কি সহ তাঁর ভাইপোর বিরুদ্ধে একাধিক তথ্য আদালতের সামনে পেশ করেছিলেন তিনি। ওই মামলা চলাকালীনই ২০১০ সালের ২০ জুলাই গুজরাত হাইকোর্টের সামনেই খুন হন আইনজীবী জেথওয়া। সেই মামলায় আমেদাবাদ পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত করে এবং অভিযুক্ত প্রাক্তন বিজেপি সাংদস সহ আরও অভিযুক্তকে ক্লিনচিট দেয়। আমেদাবাদ পুলিসের তদন্তে অখুশি গুজরাত আদালত পরবর্তীতে তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে ।
২০১৩ সালে সিবিআই সোলাঙ্কি সহ ৬ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। ২০১৬ সালে অভিযুক্তদের বিরুদ্ধে চক্রান্ত মূলক অপরাধের ধারা দেওয়া হয়। আদালত প্রথম শুনানির দিন ১৯৬ জন প্রত্যক্ষদর্শীর বয়ান শোনে। পরে তাদের মধ্যে ১০৫ জনই অভিযুক্তদের ভয়ে আর মুখ খোলেনি।
এরপর আইনজীবী জেথওয়ার বাবা ভিখাভাই জেথওয়া উচ্চ আদালতের কাছে পুনরায় শুনানির আর্জি জানালে গুজরাত আদালত তাতে সম্মতি জানায়। ২০১৭ সালে নতুন করে ওই মামলার শুনানি শুরু হয়। অবশেষে সেই মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ সোলাঙ্কি সহ ৬ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের রায় দেয় বিশেষ সিবিআই আদালত।






















