এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডের রাজনৈতিক মানচিত্রে নতুন তারকা হেমন্ত সোরেন
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে জেএমএম নেতৃত্বাধীন জোট। ঝাড়খণ্ডের মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে বসতে চলেছেন হেমন্ত সোরেন। রাজনৈতিক কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি।
নয়াদিল্লি: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে জেএমএম নেতৃত্বাধীন জোট। ঝাড়খণ্ডের মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে বসতে চলেছেন হেমন্ত সোরেন। রাজনৈতিক কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি।
এবারের বিধানসভা নির্বাচন ছিল এক অর্থে হেমন্ত সোরেনের ও তাঁর দলের রাজনৈতিক অস্তিত্বের লড়াই। বুথ ফেরত সমীক্ষাগুলিতে ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরইমধ্যে সোরেন ভোটারদের আস্থা, বিশেষ করে, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে জোটের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছেন।
ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতাচ্যূত করার সুযোগ দেখতে পেয়েছিল। জেএমএম সভাপতিকে সমর্থনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। গত শুক্রবার ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা আরপিএন সিংহ বলেছিলেন, শুরু থেকেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পরে প্রথম ও চূড়ান্ত পছন্দ হেমন্ত সোরেন। এ ব্যাপারে কোনও সংশয়ই নেই। হেমন্ত সোরেনই মুখ্যমন্ত্রী হবেন। জোট গঠনের আগেই আমরা তাঁকে এ ব্যাপারে আশ্বস্ত করেছিলাম।
কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর ফলে জেএমএমের পক্ষে এসেছে সংখ্যালঘু ভোট। যা রাজ্যে জোটের ফলাফলে সামগ্রিকভাবে প্রভাব ফেলেছে। জেএমএমের প্রতিষ্ঠাতা শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন সুকৌশলে দলের প্রচারের ইস্যুর তার বেঁধে দেন। স্থানীয় ইস্যুগুলি ঘিরে থেকে বিজেপির প্রচারের দৃষ্টি সরানোর সুযোগ তিনি দেননি।
এই প্রয়াসে সাফল্য এসেছে। ঝাড়খণ্ডের রাজনীতিতে এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হেমন্ত সোরেন। শিবু সোরেন তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। একবার তো তাঁর মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ ছিল মাত্র ১০ দিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement