এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচনে সাফল্য বিজেপির, মুখ্যমন্ত্রীর দত্তক নেওয়া গ্রামে হারল দল
মুম্বই: মহারাষ্ট্রের দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করল রাজ্যের শাসক দল বিজেপি। দ্বিতীয় পর্বে রাজ্যের ১৬ টি জেলার ৩৬৯২ গ্রাম পঞ্চায়েতে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ১৩১১ আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস ৩১২ আসনে জিতে রয়েছে দ্বিতীয় স্থানে। এনসিপি ২৯৭, শিবসেনা ২৯৫ এবং অন্যান্যরা ৪৫৩ আসনে জয়ী হয়েছে।
দলের এই সাফল্যের জন্য ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফাতে দারুন ফল হয়েছে। মহারাষ্ট্রকে ধন্যবাদ।বিজেপির প্রতি এই বিশ্বাস আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে’।
Great result in Phase 2 of the Gram Panchayat polls! Thank you Maharashtra. The continued faith in BJP inspires us to work even harder. https://t.co/qKnSbPbTdr
— Narendra Modi (@narendramodi) October 17, 2017
এরইমধ্যে অবশ্য ধাক্কা খেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। নাগপুরে তাঁর দত্তক নেওয়া ফেতরি গ্রামে সরপঞ্চ পদে কংগ্রেস-এনসিপি প্রার্থীর কাছে হেরে গেল বিজেপি প্রার্থী। কংগ্রেস-এনসিপি জোটের এক মহিলা প্রার্থী সরপঞ্চ পদে জয়ী হয়েছেন। গ্রামের নয়টি আসনের মধ্যে পাঁচটি পেয়েছে বিজেপি।
এছাড়াও রাজ্যের শক্তিমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলের দত্তক নেওয়া নাগপুরের কোরাডির সুরাদেবী গ্রামেও বিজেপি প্রার্থী হেরেছেন কংগ্রেস প্রার্থীর কাছে।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ফড়নবীশ বলেছেন, তিনি চারটি গ্রাম দত্তক নিয়েছিলেন। ওই গ্রামগুলির বাসিন্দাদের তিনি বলেছিলেন, দত্তক নেওয়াটা তাঁর রাজনৈতিক কর্মসূচী নয়। ওই গ্রামগুলির মধ্যে একটিতে সভায় তিনি বলেওছিলেন যে, গ্রামবাসীদের তাঁদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার অধিকার রয়েছে।
এরইমধ্যে রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ হিসেবে নির্বাচিত হলেন এক রূপান্তরকামী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement