এক্সপ্লোর
জঙ্গল থেকে উদ্ধার কৈলাশ সত্যার্থীর নোবেলের শংসাপত্র

নয়াদিল্লি: শেষপর্যন্ত প্রায় একমাস পরে জঙ্গল থেকে মিলল শিশু অধিকার রক্ষায় আন্দোলনকারী কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কারের শংসাপত্র। উত্তরপূর্ব দিল্লির সঙ্গম বিহার এলাকার জঙ্গল থেকে পুলিশ ওই শংসাপত্রটি উদ্ধার করে। গত ৬ ফেব্রুয়ারি রাতে দিল্লিতে সত্যার্থীর বাড়ি থেকে চুরি হয়ে নোবেলের প্রতিকৃতি, শংসাপত্র সহ অন্যান্য দামী জিনিসপত্র চুরি হয়ে যায়। এই ঘটনায় পুলিশ গত ১২ ফেব্রুয়ারি তিনজনকে গ্রেফতার করে। নোবেলের প্রতিকৃতি সহ অন্যান্য চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হলেও পাওয়া যায়নি শংসাপত্রটি। পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরে সঙ্গম বিহার এলাকার পিছনে জঙ্গলে তল্লাশি চালিয়ে গতকাল দুমড়ানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। কাগজের টুকরো ভেবে অভিযুক্তরা শংসাপত্রটি ফেলে দিয়েছিল। উল্লেখ্য, ২০১৪-তে নোবেল পুরস্কার পেয়েছেন সত্যার্থী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















