সাইয়ে ট্রায়াল দেবেন না কাদামাটিতে মোষ দৌড়ে তাক লাগানো শ্রীনি, বললেন ‘ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন’
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কাম্বালা অ্যাকাডেমি নিয়ে কথা বলবেন শ্রীনি।
বেঙ্গালুরু: স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া আয়োজিত ট্রায়ালে দৌড়বেন না শ্রীনিবাসন গৌড়া। ‘ভারতীয় উসেইন বোল্ট’ নামে জনপ্রিয়তা অর্জন করা শ্রীনিবাসনের সাফ কথা, “কাম্বালা দৌড়ে গোড়ালির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দৌড়ে পায়ের পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুধু জকিই নন, কাম্বালা দৌড়ে মোষেরও একটা ভূমিকা থাকে। ট্র্যাকে দৌড়ের ক্ষেত্রে যা নিষ্প্রয়োজন।”
Yes @PMuralidharRao ji. Officials from SAI have contacted him. His rail ticket is done and he will reach SAI centre on monday. I will ensure top national coaches to conduct his trials properly. We are team @narendramodi ji and will do everything to identity sporting talents! https://t.co/RF7KMfIHAD
— Kiren Rijiju (@KirenRijiju) February 15, 2020
প্রসঙ্গত, গত সপ্তাহেই কর্নাটকের প্রাচীন উৎসব কাম্বালায় মোষ নিয়ে দৌড়ে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীনিবাসন। তিনি ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন ৯.৫৫ সেকেন্ডে। এই খবর সংবাদ শিরোনামে আসতেই শ্রীনিবাসনকে নিয়ে বাড়তি উৎসাহ দেখান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলে জাতীয় কোচদের সামনে ট্রায়ালের ব্যবস্থা করে দেন তিনি। তবে এই ট্রায়ালে অংশগ্রহণ করবেন না শ্রীনিবাসন। ‘ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন’, সংবাদসংস্থাকে জানিয়েছেন ম্যাঙ্গালুরুর বিস্ময় ‘জকি’।
কাম্বালায় অংশগ্রহণের জন্য যে পরিমাণ পরিশ্রাম করতে হয়েছে শ্রীনিকে, তাতে তিনি অনেকটাই ক্লান্ত। তাই নতুন করে ট্র্যাকে দৌড়ের কোনও উৎসাই পাচ্ছেন না তিনি। ৩০ বছরের এই ‘জকি’ ১৫ বছর বয়স থেকেই কাদামাটির জমিতে শাসন করে এসেছেন। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মোষের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে এবার তিনি সর্বকালের রেকর্ডও গড়েছেন। তারপরও সাইয়ের ট্রায়ালে দৌড়তে অনীহা তাঁর। বরং শ্রীনিবাসন বেশি উৎসাহী কাম্বালায় অংশগ্রহণ করতে এবং এই ঐতিহ্যবাহী খেলাকে বাঁচিয়ে রাখতে। সোমবার বেঙ্গালুরু এলেও তিনি সাইয়ের কোচদের সামনে দৌড়চ্ছেন না। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কাম্বালা অ্যাকাডেমি নিয়ে কথা বলবেন বলেই সংবাদসংস্থাকে জানিয়েছেন শ্রীনিবাসন গৌড়া।