এক্সপ্লোর
Advertisement
শ্রীনগরে এসএসবি কনভয়ে হামলার মাস্টারমাইন্ড কান্ধাহার কাণ্ডে ছাড়া পাওয়া কুখ্যাত জঙ্গি
জম্মু: গতকাল রাতে শ্রীনগরের কাছে জাকুরায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-র কনভয়ে হামলা চালানোর ঘটনার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আল উমর মুজাহিদিন। গতকাল জাকুয়ায় এসএসবি-র কনভয়ে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় এক জওয়ানের মৃত্য হয়েছে। আহত ৮। ২ জঙ্গির খোঁজে তল্লাশি চলছে।
যে সংগঠন হামলার দায়স্বীকার করেছে তার মূল মাথা মুস্তাক জারগার। ১৯৯৯-এ কান্ধাহার বিমান ছিনতাইয়ের পর জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের সঙ্গে এই মুস্তাককেও ছাড়া হয়েছিল। ১৬ বছর পর ফের ভেসে উঠেছে সে।
১৬ বছর আগের সেই বিমান ছিনতাইয়ের ঘটনা ভারত কখনও ভুলতে পারবে না। এই বিমানের যাত্রীদের পণবন্দী করে নেয় জঙ্গিরা। যাত্রীদের মুক্ত করতে তিন জঙ্গিকে ছেড়ে দিতে হয়েছিল। এই তিনজন ছিল মাসুদ, মুস্তাক এবং উমর সইদ শেখ। মুস্তাকের যে ছবি পাওয়া যায়, তা ১৫ বছরের পুরানো।
এই কুখ্যাত জঙ্গি ফের কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে। গতকালের শ্রীনগরে হামলার দায়স্বীকার করেছে আল উমর মুজাহিদিন। এই সংগঠনের মূল মাথা মুস্তাক।
শ্রীনগরের জামা মসজিদ এলাকার বাসিন্দা মুস্তাক নৃশংস হত্যাকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রয়েছে ৪০ টিরও বেশি খুনের মামলা। ৫০ বছরের মুস্তাক ১৯৮৪-তে যখন ১৭ বছরের তখন তাকে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল।
১৯৮৮-তে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে মুস্তাক। এরপর সে নিজেই জঙ্গিদের প্রশিক্ষক হয়ে যায়। পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিতে সে জঙ্গিদের ট্রেনিং দেওয়ার কাজ করত।
১৯৮৯-তে প্রধানমন্ত্রী ভিপি সিংহর আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুফতি মহম্মদ সইদ। তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাবা।
ওই সময় সইদের কন্যা তথা মেহবুবার বোন রুবাইয়াকে অপহরণ করেছিল জঙ্গিরা। এই অপহরণের মাস্টারমাইন্ড ছিল মুস্তাক। রুবাইয়ার মুক্তির বিনিময়ে সে বেশ কয়েকজন জঙ্গিকে ছাড়াতে সক্ষম হয়েছিল।
একটা সময় সে শ্রীনগরে মারুতি গাড়ি বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করার ফতোয়া জারি করেছিল। আসলে মুস্তাকের এক বন্ধু মারুতির প্রতিদ্বন্দ্বী সংস্থার ডিলার ছিল। এজন্যেই মারুতির ওপর তার রোষ পড়েছিল।
১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত শ্রীনগরে 'বেতাজ বাদশা' ছিল মুস্তাক। কিন্তু ১৯৯৩-এ তাকে গ্রেফতার করে বিএসএফ। এরপর তাকে জম্মুর কোট ভালওয়াল জেলে রাখা হয়। ১৯৯৯-এ কান্ধাহার বিমান ছিনতাইয়ের পর যাত্রীদের মুক্তির বিনিময়ে মুস্তাককে কান্ধাহার নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
কোট ভালওয়াল জেলেই তার সঙ্গে মাসুদের পরিচয় হয়। এরপর থেকেই সে মাসুদের ঘনিষ্ঠ হয়ে ওঠে। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের সঙ্গেও মুস্তাকের সরাসরি সম্পর্ক গড়ে উঠেছিল বলে খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement