এক্সপ্লোর
Advertisement
কানপুরে ট্রেন দুর্ঘটনার 'চক্রান্ত' হয়েছে সীমান্তের ওপারে নেপাল থেকে, উত্তরপ্রদেশে জনসভায় বললেন মোদী
গোন্ডা (উত্তরপ্রদেশ): কানপুরে যে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫০ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন, তাকে 'চক্রান্ত' আখ্যা দিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার এখানে নির্বাচনী জনসভায় গত ২০ নভেম্বর কানপুর দেহাত জেলায় পুখরায়ার কাছে ইন্দৌর-পটনা এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যুত হওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী দাবি করেন, তদন্তে উঠে এসেছে, কানপুর ট্রেন দুর্ঘটনার চক্রান্ত তৈরি হয়েছিল সীমান্তের ওপারে নেপালে বসে। নেপালের গা ঘেঁষেই গোন্ডা। সীমান্তের ওপারের শত্রুরা ওদের কাজকারবার চালিয়ে যেতে চাইলে গোন্ডায় আরও বেশি নজরদারি প্রয়োজন নয় কি?
এরপরই বিজেপিকে ভোট দেওয়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোন্ডার মানুষের উচিত তাদেরই ভোট দেওয়া যাদের মধ্যে নিখাদ দেশপ্রেম আছে। একমাত্র তারাই গোন্ডার ভাল করতে পারেন। তিনি এও বলেন, এই ভোটে কোনও ভুল হওয়া চলবে না। সপা, বসপা-প্রতিপক্ষ যে-ই হোক, একটি আসনও ওদের ঘরে গেলে চলবে না। ১০০ শতাংশ আসনেই জেতাতে হবে বিজেপিকে।
প্রসঙ্গত, কানপুর রেল ট্র্যাজেডির মূল সন্দেহভাজন নেপালি নাগরিক সামসুল হোদাকে দুবাই থেকে প্রত্যর্পণের মাধ্যমে নিয়ে আসা হল ৭ ফেব্রুয়ারি কাঠমান্ডুতে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল নেপাল পুলিশ। সে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট বলেও অভিযোগ। নভেম্বরের দুর্ঘটনার পর ২৮ ডিসেম্বর শিয়ালদহ-আজমীর এক্সপ্রেসের ১৫টি কামরা কানপুর গ্রামীণ জেলায় রুরা স্টেশনের কাছে সেতু পেরতে গিয়ে লাইনচ্যুত হলে অন্তত ৬২ জন যাত্রী জখম হন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement