এক্সপ্লোর
লাভ জেহাদের অভিযোগ তুলে তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার কর্নাটকের বিজেপি নেতা
বেঙ্গালুরু: বিজেপি যুব কর্মীরা বাড়ি বয়ে এসে হেনস্থা করেছিল তাঁকে। বাবা মায়ের সামনে অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলেন কর্নাটকের চিকমাগালুরের ২০ বছরের এক তরুণী।
অভিযোগ, ওই তরুণী তাঁর কলেজের এক মুসলমান ছাত্রের ঘনিষ্ঠ ছিলেন, নিয়মিত তাঁর সঙ্গে ফেসবুকে চ্যাট করতেন তিনি। এমনই একটি চ্যাটে তিনি লিখেছিলেন, আই লাভ মুসলিমস।
তা নিয়ে ফেসবুকে স্থানীয় বিজেপি যুব মোর্চা সভাপতি অনিল নাকি তাঁকে হুমকি দেন। শনিবার সন্ধেয় অনিল সহ ৫ বিজেপি যুব কর্মী বাড়িতে এসে হট্টগোল পাকান। মেয়েটিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তাঁর বাবা মাকে তাঁরা বলে যান, মেয়ে লাভ জেহাদে ফেঁসেছে, এক্ষুনি সামলান। ওই তরুণী ও তাঁর বাবা মাকে গালিগালাজ করে মুসলমান যুবকের সঙ্গে সম্পর্ক ছেদ করার জন্য তাঁকে নির্দেশ দেন তাঁরা।
বিজেপি কর্মীরা বেরিয়ে গেলে মেয়েটি নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দেন। তাঁর সুইসাইড নোটে অনিল সহ ৪ বিজেপি কর্মীর নাম লেখা রয়েছে।
পুলিশ জানিয়েছে, অনিলকে গ্রেফতার করেছে তারা, খুঁজছে বাকি চারজনকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement