এক্সপ্লোর
Advertisement
বোপাইয়াই থাকছেন প্রোটেম স্পিকার, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কংগ্রেস
সুপ্রিম কোর্ট: কংগ্রেসের দাবি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিজেপির কেজি বোপাইয়াই আজ কর্নাটক আস্থা ভোটে প্রোটেম স্পিকার থাকছেন। যাতে গোটা প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়, সে জন্য আস্থাভোটের সরাসরি টেলিভিশন সম্প্রচারের পক্ষে সওয়াল করেছে তারা।
রাজ্যপাল ভাজুভাই ভালা আজ আস্থা ভোটের প্রোটেম স্পিকার হিসেবে বোপাইয়াকে নিয়োগ করেন। এর বিরুদ্ধে গতকাল সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস, তাদের বক্তব্য ছিল, স্পিকার হিসেবে বোপাইয়ার আগের রেকর্ড বিতর্কিত, সব থেকে অভিজ্ঞ সদস্যকেই এই পদে নিয়োগ করতে হবে।
কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, এর আগেও এমন ব্যক্তিকে প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে, যিনি অভিজ্ঞতম নন। কংগ্রেসের হয়ে লড়া আইনজীবী কপিল সিবাল বলেন, এর আগে ২০১০-এ বোপাইয়া বিএস ইয়েদুরাপ্পাকে আস্থা ভোটে জিততে স্পিকার হিসেবে সাহায্য করেন। তাই তাঁর ওপর তাঁদের আস্থা নেই। জবাবে শীর্ষ আদালত জানায়, প্রোটেম স্পিকারের ওপর বিশ্বাস না থাকলে তাঁর প্রতি এখন নোটিশ জারি করতে হয়, সে ক্ষেত্রে আপাতত স্থগিত থাকবে আস্থা ভোট।
রাজ্যপাল ভাজুভাই ভালা আস্থা ভোট ‘লাইভ’ করার যে প্রস্তাব দেন তা স্বাগত জানিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement