এক্সপ্লোর
ট্রেন আসছে, রেলপথে শুয়ে নয়া স্টান্ট তরুণের, ভাইরাল ভিডিও, টুইটারাইটদের প্রতিক্রিয়া ‘বোকামো’

শ্রীনগর: মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলা হয়তো তরুণ প্রজন্মের নতুন নেশা এবং অভিযান। আর সেই মৃত্যু সম্ভাবনা প্রবল থাকা এমন নেশা বাস্তবায়িত করতে কাশ্মীরের এক তরুণ সম্প্রতি রেলপথের মাঝখানে শুয়ে চলন্ত ট্রেন আসার অপেক্ষা করছিল। তার অভিযান এটাই, চলন্ত ট্রেন তারওপর দিয়ে চলে যাবে, কিন্তু সে বেঁচে থাকে কিনা, সেটা পরীক্ষা করে দেখা। কিন্তু এমন অভিযানে সামান্য এদিক থেকে ওদিক হলেই মৃত্যু অবশ্যম্ভাবী।
কাশ্মীরের ওই তরুণ চলন্ত ট্রেনের সামনে সম্প্রতি এই অভিযান করেছে, এবং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরালও হয়েছে। সেই ভিডিও দেখে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন টুইটারাইদের প্রতিক্রিয়া মারাত্মক 'বোকামি' করেছে তরুণ। এধরনের অভিযান ট্রেন্ড হওয়ার আগে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যারা এধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে, মত নেটিজেনদের। ভিডিওটি কবে তোলা হয়েছে, সেই তারিখ না থাকলেও, ফিরান পরা কাশ্মীরি এক তরুণকে রেলপথের মাঝখানে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ওদিকে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রেন তারওপর দিয়ে চলে গেল। তারপর তার কিছু না হওয়ায়, সে উল্লাস করতে করতে উঠে গেল। নেটিজেনরাতো বটেই, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও এধরনের কর্মকাণ্ডকে 'মূর্খতা' ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন। চলন্ত ট্রেনের ধারে দাঁড়িয়ে সেলফি তোলা, খাদের পাশে দাঁড়িয়ে সেলফি, দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন, তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে বহু লোকের প্রাণ গিয়েছে। তারপরও মানুষ যে শিক্ষা নেয়নি, সেটা এধরনের ভিডিও থেকে একেবারেই পরিস্কার।Strict action need against these insane guys. Video needs no caption. #Kashmir . Cc @MehboobaMufti @spvaid @JmuKmrPolice @OmarAbdullah pic.twitter.com/eaJNRnaBos
— Umar Ganie (@UmarGanie1) January 23, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















