এক্সপ্লোর
Advertisement
চাপের মুখে পড়ে কেরালায় মদ বিক্রি বন্ধ করল রাজ্য সরকার
করোনা আতঙ্কের মধ্যে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবে অবশেষে কেরালাতে নিষিদ্ধ হল সমস্ত রকম মদ বিক্রি। বুধবার এই সিদ্ধান্ত নেয় কেরালা সরকার। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ দেশ জুড়ে লকডাউন শেষ না হওয়া অবধি কেরালায় বন্ধ থাকবে সব মদের দোকান। মদ বিক্রয় বন্ধ হবার পর যাতে জাল মদ বিক্রির রমরমা বৃদ্ধি না পায় সেইদিকেও নজর রেখেছে আবগারি দপ্তর।
তিরুঅনন্তপুরম: করোনা আতঙ্কের মধ্যে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবে অবশেষে কেরলে নিষিদ্ধ করা হল সমস্ত রকম মদ বিক্রি। বুধবার এই সিদ্ধান্ত নেয় কেরল সরকার। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ দেশজুড়ে লকডাউন শেষ না হওয়া অবধি কেরলে বন্ধ থাকবে সব মদের দোকান। এতদিন পর্যন্ত রাজ্যে মদ বিক্রি বন্ধের অনুমতি দেননি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কিন্তু আজ চাপের মুখে পড়ে লক ডাউনের সময় মদ বিক্রি বন্ধের সিদ্ধান্তে সিলমোহর দেয় তাঁর সরকার।
মদ বিক্রি বন্ধ হওয়ার পর যাতে জাল মদ বিক্রির রমরমা বৃদ্ধি না পায় সেইদিকেও নজর রেখেছে আবগারি দপ্তর। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। সরকার অনলাইনে মদ বিক্রির বিকল্প রাস্তা খুঁজছে এমন খবর সামনে সেই তথ্য এলেও তাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন সরকারি আধিকারিকরা।
কোভিড করোনাভাইরাস ছড়িয়ে পরার পর থেকেই কেরলে মদ বিক্রি বন্ধ করার দাবিতে বারবার সরব হয়েছেন বিরোধী দল থেকে বহু সমাজকর্মীরা। কিন্তু এতদিন মদ বিক্রেতাদের সুরক্ষা মেনে চলার কথা বললেও মদ বিক্রি নিষিদ্ধ করার অনুমতি দেয়নি সরকার। বরং মদকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করার কথাও বলেছিল সরকার।
আজ চাপের মুখে পড়ে অবশেষে ৬০০ টি বার ও ৩৫৫ টি বিয়ার ও ওয়াইন পার্লার বন্ধ করল কেরালা সরকার। লকডাউন শেষ না হওয়া অবধি বন্ধ থাকবে এই সমস্ত মদ ও পার্লার। এছাড়াও আরও ৩০০ খুচরো মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মদ বিক্রেতাদের থেকে বিপুল পরিমাণ কর আদায় করত কেরালা সরকার। সম্ভবত সেটাই মদ বিক্রি বন্ধে সম্মতি না দেওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিরোধীরা। মদের দোকানগুলি থেকে বার্ষিক প্রায় ২৫০০ কোটি টাকা লাভ হত সরকারের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement