এক্সপ্লোর
কাশ্মীরে ব্যাঙ্কের ক্যাশ ভ্যান লুঠ, জঙ্গি হামলায় হত ৫ পুলিশ, ২ ব্যাঙ্ক কর্মী, দায় নিল হিজবুল
শ্রীনগর: কাশ্মীরের কুলগাম জেলায় একটি ব্যাঙ্কের টাকা ভর্তি গাড়ি লুঠ করল জঙ্গিরা। বাধা দেওয়ায় তারা গুলি করে পাঁচ জন পুলিশ কনস্টেবল এবং দু জন ব্যাঙ্ককর্মীকে হত্যা করেছে। পাঁচটি এসএলআর রাইফেল নিয়ে পালিয়েছে জঙ্গিরা।
দক্ষিণ কাশ্মীর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস পি পানি বলেছেন, ব্যাঙ্কের টাকা নিয়ে যাওয়ার সময় হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে মোট সাত জনের মৃত্যু হয়েছে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। তদন্ত শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিন অপরাহ্নে নগদ টাকা নিয়ে দামহাল হাজিপোরা থেকে কুলগামের জেলা সদর কার্যালয়ে ফিরছিল জম্মু কাশ্মীর ব্যাঙ্কের ওই ক্যাশ ভ্যান। সশস্ত্র জঙ্গিরা সেই ভ্যান আটকে ভিতর থেকে টেনে বের করে পুলিশ ও ব্যাঙ্ককর্মীদের। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে তাদের। জঙ্গিরা টাকা নিয়ে চম্পট দিয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। হামলার দায় স্বীকার করে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর দাবি, তাদের ক্যাডাররা চারটি অস্ত্র ঘটনাস্থল থেকে ছিনতাই করেছে।#UPDATE: Kulgam cash van attack (J&K): Terrorists killed five police constables & two J&K Bank officials and decamped with five SLR rifles pic.twitter.com/AiVHNL9iAH
— ANI (@ANI_news) May 1, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement