এক্সপ্লোর
বিহারে অচলাবস্থা মেটাতে নয়া সূত্র লালুর, সব আরজেডি মন্ত্রী ইস্তফা দেবেন, সমর্থন বাইরে থেকে

নয়াদিল্লি: নীতীশ কুমার চান, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত লালু পুত্র তেজস্বী যাদব সরকার থেকে মানে মানে সরে যান। কিন্তু লালুপ্রসাদ যাদবও ছাড়বেন না। বিহারে মহাজোটবন্ধন টিকিয়ে রাখতে মরিয়া আরজেডি সুপ্রিমো নতুন এক নিদান হেঁকেছেন। নীতীশের দাবি মেনে ছেলে তেজস্বীকে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলতে পারেন তিনি। কিন্তু তেজস্বী একা নন, তাঁর সঙ্গে সব আরজেডি বিধায়ক ইস্তফা দেবেন। সরকারকে সমর্থন করা হবে বাইরে থেকে।
লালু জানিয়েছেন, তাঁরা এই জোট ভাঙার চেষ্টা করবেন না। রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেলে সমস্যা মেটানো যাবে।
নীতীশ আজ জেডিইউ বিধায়কদের বৈঠক ডেকেছেন। বৈঠকের বিষয় রাষ্ট্রপতি ভোট হলেও আসলে সেখানে তেজস্বীকে নিয়ে উদ্ভূত অচলাবস্থা নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তেজস্বীকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছনোর জন্য আরজেডিকে ৪ দিন সময় দিয়েছিল জেডিইউ। গতকাল শেষ হয়েছে সেই সময়সীমা। কিন্তু আরজেডি না তেজস্বী সম্পর্কে কোনও অবস্থান স্পষ্ট করেছে না তেজস্বী ইস্তফা দিয়েছেন। অথচ জানা যাচ্ছে, নীতীশ চান, সরকারের ভাবমূর্তির স্বার্থে লালু পুত্র এখনই ইস্তফা দিন।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী চাইছেন না, কোনও মূল্যেই মহাজোটবন্ধন ক্ষতিগ্রস্ত হোক। এ নিয়ে দু’পক্ষের সঙ্গে কথাও বলেছেন তিনি। কিন্তু জানা গিয়েছে, নীতীশ কংগ্রেসকেও বলেছেন, হয় তেজস্বী নিজে থেকে ইস্তফা দিন নয়তো তাঁকে বরখাস্ত করা হবে। শোনা যাচ্ছে, কংগ্রেস নাকি লালুকে বলবে, যাতে তিনি তেজস্বীকে ইস্তফা দিতে বলেন। তবে তার আগে কংগ্রেস নীতীশের কাছ থেকে প্রতিশ্রুতি চায়, জোট তিনি ভাঙবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
খবর
Advertisement
