এক্সপ্লোর
Advertisement
রাবড়ির বাংলোর বাইরে নীতীশের জন্য 'নো এন্ট্রি' বোর্ড চান তেজ, পাল্টা তোপ জেডিইউ-র
পটনা: নীতীশের জন্য মা রাবড়ি দেবীর বাড়িতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য 'প্রবেশ নিষেধ' বোর্ড টাঙাতে চান আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদব। উল্লেখ্য, আরজেডি জানিয়েছে, জেডিইউ-র সঙ্গে ভবিষ্যতে আর কোনওরকম সমঝোতার রাস্তা বন্ধ। জেডিইউ সভাপতির কংগ্রেস-আরজেডি জোটে সামিল হওয়ার কোনও রাস্তা খোলা নেই বলে জানিয়েছে দল। দলের এই অবস্থানের সঙ্গে সহমত পোষণ করে তেজ প্রতাপ বলেছেন, ''কাকা নীতীশ কুমারের 'প্রবেশ নিষেধ' উল্লেখ করে এই বাংলোতে আমি একটা বোর্ড লাগাতে চাই'।
গতকাল ১০, সার্কুলার রোডের বাসভবনের বাইরে সাংবাদিকদের এ কথা বলেছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই বাসভবনটি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে রাবড়ি দেবীকে বরাদ্দ করা হয়েছে।
বিজেপির সঙ্গে জেডিইউ-র সম্পর্কে টানাপোড়েন চলছে বলে বিভিন্ন সূত্রে জল্পনা চলছে। কাজেই নীতীশ এনডিএ শিবির ছেড়ে ফের মহাজোটে ফিরতে পারেন বলেও জল্পনা চলছে। কংগ্রেস এ ব্যাপারে আগ্রহী বলেও খবর। এ ব্যাপারে প্রশ্নের উত্তরে আরজেডি নেতা তেজস্বী গত সপ্তাহেই বলেছিলেন, জোটে নীতীশের ফেরার দরজা বন্ধ। সেই সুরেই মন্তব্য করলেন তেজ।
তেজের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জেডিইউ মুখপাত্র নীরজ কুমার। তিনি পাল্টা বলেছেন, যে বাড়িতে সিবিআই, ইডি, আয়কর বিভাগ মাঝেমধ্যেই হানা দেয়, সেই বাড়িতে সেধে কে যাবে!
নীরজ বলেছেন, এই বক্তব্য থেকেই তেজের মানসিকতা স্পষ্ট হয়ে গিয়েছে। নীরজ আরও বলেছেন, ছোট ভাইয়ের তুলনায় দলে কম গুরুত্ব পাওয়ার হতাশা থেকেই এ কথা বলছেন তেজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement