এক্সপ্লোর
‘আক্রমণাত্মক আচরণ’, সামরিক হাসপাতালে পাঠানো হল সেই সেনা জওয়ানকে

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ঊর্ধতন আধিকারিকদের বিরুদ্ধে অধস্তনদের প্রতি ভৃত্যের মতো আচরণের অভিযোগ এনেছিলেন সেনাবাহিনীর ল্যান্স নায়েক যজ্ঞ প্রতাপ। তাঁর অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেনা সূত্রে জানানো হল, গত কয়েকদিন ধরেই খাবার খাচ্ছেন না যজ্ঞপ্রতাপ। তাঁর ‘আচরণও আক্রমণাত্মক’ হয়ে উঠেছে। এ কারণে তাঁকে বেরিলির সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। সেনা আরও জানিয়েছে, গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজপুত রেজিমেন্টাল সেন্টারে মোতায়েন যজ্ঞ প্রতাপের মোবাইল ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই জানিয়ে সেনার পক্ষ থেকে বলা হয়েছে, ল্যান্স নায়েক এদিন মোবাইলে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সেনার পক্ষ থেকে আরও বলা হয়েছে, যজ্ঞ প্রতাপকে হাসপাতালে ভর্তির কথা তাঁর পরিবারকে জানানো হয়েছে এবং তাঁর স্ত্রীকে হাসপাতালে আসতেও বলা হয়েছে। যজ্ঞ প্রতাপের স্ত্রীর থাকা ও স্বামীর সঙ্গে কথাবার্তা বলারও বন্দোবস্ত করা হয়েছে। সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি থেকে খাচ্ছেন না ওই জওয়ান। তিনি ‘আক্রমণাত্মক আচরণ’ করছেন। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাঁকে আজ সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গতকালই সোশ্যাল মিডিয়ায় অভাব অভিযোগ তুলে ধরার বিষয়ে জওয়ানদের সতর্ক করে দিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এদিকে সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ান খাদ্যসামগ্রী নিয়ে যে অভিযোগ করেছিলেন সে বিষয়ে বিএসএফ-এর অন্তর্বতী রিপোর্টে খুশি নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য বাহিনীকে আরও দুদিন সময় দেওয়া হয়েছে। মন্ত্রকের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিম্নমানের খাদ্য সম্পর্কে অভিযোগ করেছিলেন। বিএসএফ জানিয়েছে, কোনও পোস্টেই রেশনের কোনও অভাব নেই। পাক সীমান্তে মোতায়েন নিরাপত্তা কর্মীরাও কখনও খাবার নিয়ে অভিযোগ করেন না। জওয়ানদের অবস্থা উন্নয়ন ও তাঁদের সামগ্রিক কল্যাণের জন্য প্রস্তাব সহ একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছিল মন্ত্রক। একইসঙ্গে মন্ত্রক জানিয়ে দিয়েছে, জওয়ানদের কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং কোনও অভিযোগ থাকলে সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরিবর্তে প্রচলিত ব্যবস্থার মাধ্যমেই তা জানাতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















