এক্সপ্লোর
Advertisement
জয়ী অচ্যুতানন্দন, কেরলে ফিরল বামেরা
নয়াদিল্লি: #১৪০ আসনবিশিষ্ট কেরল বিধানসভায় প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা ৮১টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে আছে ৪৭টিতে, বিজেপি এগিয়ে রয়েছে ২টিতে। ক্রিকেটার-বিজেপি প্রার্থী শ্রীসন্থ তাঁর কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন। সেখানে এক নম্বরে রয়েছে কংগ্রেস।
#জিতলেন ভি এস অচ্যুতানন্দন। ৯২ বছর বয়সি সিপিএম নেতা মালামপুঝায় ২৩১৪২ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী সি কৃষ্ণকুমারকে।
#ভোট-পরবর্তী সমীক্ষার ইঙ্গিত ছিল, কেরলে এবার পালাবদল হচ্ছে। সেখানে প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দনের হাত ধরে ক্ষমতায় আসছে বামেরা। বিদায় নিচ্ছেন ওমেন চান্ডি।
#তবে এই প্রথম দক্ষিণের এই রাজ্যে বিজেপি খাতা খুলতে পারে বিজেপি, এও জানিয়েছে সমীক্ষাগুলি।
#পুথুপল্লিতে এগিয়ে আছেন ওমেন চান্ডি।
#মালামপুঝায় এগিয়ে অচ্যুতানন্দন।
#১৬ মে-র ভোটে সেখানে ভোট দিয়েছেন প্রায় ৭৭ শতাংশ মানুষ।
# কেরলে প্রথম জয়ী সিপিএম প্রার্থী জর্জ এম টমাস। কোঝিকোড়ের তিরুম্বাদি কেন্দ্রে তিনি জিতেছেন ৩১২১ ভোটে।
# মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির বাসভবনে হতাশার ছবি। একমাত্র তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা ছাড়া আর কেউ নেই।
# অচ্যুতানন্দনের কেন্দ্র পালাক্কাড়ে বিজেপি প্রার্থী সি কৃষ্ণকুমার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে।
# অচ্যুতানন্দনের প্রতিক্রিয়া, রাজ্যে বাম ঝড় উঠেছে। দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রায় দিলেন মানুষ। যারা মহিলা নিগ্রহকারীদের রক্ষা করে, তাদের সাবধান করে দিল মানুষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement