এক্সপ্লোর
বাজারে এল এলজি-র নয়া টিভি, সাহায্য করবে মশা তাড়াতেও
![বাজারে এল এলজি-র নয়া টিভি, সাহায্য করবে মশা তাড়াতেও Lg India Launches New Tv That Also Acts As Mosquito Repellent বাজারে এল এলজি-র নয়া টিভি, সাহায্য করবে মশা তাড়াতেও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/08095542/lg-tv-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মশা তাড়াতে সাহায্য করবে টিভি!
হ্যাঁ। এমনটাই দাবি বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী সংস্থা এলজির। এর আগে নিত্য নতুন মডেলের টিভি বাজারে এনেছে এলজি। কিন্তু এবার তাঁদের প্রয়াস একটু অন্যরকম। 'মসকিটো অ্যাওয়ে টিভি' নামে এমন এক ধরনের টিভি তারা বাজারে এনেছে, যা কিনা মশা তাড়াতেও সাহায্য করবে। ভারতীয় মুদ্রায় টিভির দাম ২৬,৯০০ থেকে ৪৭,৫০০ টাকা।
এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, এই টিভিতে লাগানো রয়েছে আল্ট্রা সনিক ডিভাইজ। যদি সেটি অ্যাকটিভেট করা হয়, তাহলে তার সাউন্ড ওয়েভ টেকনোলজিতে দূরে পালাবে মশারা। সংস্থা আরও জানিয়েছে, এই ডিভাইজের কোন ক্ষতিকারক বিকিরণ নেই।
সংস্থার দাবি, গ্লোবাল অরগ্যানাইজেশনগুলির নিয়ম মেনেই তৈরি হয়েছে এই ডিভাইজ। টেকনোলজিও ইন্টারন্যাশানাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড টক্সিকোলজি(আইআইবিএটি) দ্বারা পরীক্ষিত।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই টোকনোলজিতে কোনওরকম কেমিক্যাল, বিষাক্ত পদার্থ ব্যবহার করা হয়নি। এর রক্ষণাবেক্ষণের জন্য নতুনভাবে কিছু করতেও হবে না। এমনকী শুধুমাত্র মশা তাড়ানোর জন্য টিভি চালাতে হবে না। তার জন্য রয়েছে অন্য অপশন। এমনই জানিয়েছে ওই সংস্থা।
এলজির ইলেকট্রনিক্স ডিরেক্টর জানিয়েছেন, ভারতের বাজারের কথা ভেবেই এইধরনের প্রডাক্ট নির্মাণ করছে সংস্থা। এটা টিভি দেখার পাশপাশি বাড়িতে সুস্থ পরিবেশ তৈরি করবে।
তবে এখনই সমস্ত এলজি স্টোরে পাওয়া যাবে না এই টিভি। কিছু নির্বাচিত স্টোরেই আপাতত তা মিলবে। ৮০ সেমি টিভির দাম ২৬,৯০০ টাকা ও ১০৮ সেমি টিভির দাম ৪৭,৫০০ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)