এক্সপ্লোর
Advertisement
জাতীয় স্বার্থের ব্যাপার, ঠিকই করেছেন উনি, বলল উত্তরপ্রদেশের রাজ্যপালকে, ভিনধর্মী দম্পতিকে পাসপোর্ট প্রত্যাখ্যান করা সেই অফিসারকে পুরস্কার দেবে শিবসেনা
লখনউ: শিবসেনা পুরস্কৃত করবে সম্প্রতি ভিনধর্মী দম্পতির পাসপোর্ট রিনিউ করার আবেদন বাতিল করে বিতর্কে জড়ানো লখনউয়ের পাসপোর্ট অফিসারকে। বিকাশ মিশ্র নামে ওই ব্যক্তিকে বদলি করা হয়েছে বলে তারা ক্ষুব্ধ। বিকাশের বিরুদ্ধে অভিযোগ, পাসপোর্ট নবীকরণের আবেদন করা তনভি শেঠ ও মহম্মদ আনস সিদ্দিকি নামে ওই দম্পতিকে তিনি হেনস্থা, অপমান করেছেন। তনভির নথিপত্র খুঁটিয়ে দেখতে দেখতে তিনি জানতে চান, তিনি কেন নাম পাল্টে মুসলিম নাম নেননি। সিদ্দিকিকেও তিনি দ্রুত ছাড়পত্র পেতে হিন্দু ধর্ম গ্রহণের পরামর্শ দেন।
প্রবল অসন্তুষ্ট তনভি বলেন, এটা নীতি পুলিশগিরি, ধর্মীয় পক্ষপাতের দৃষ্টান্ত। অপমানিত বোধ করেছি আমি। কান্নায় ভেঙে পড়ি। তনভির দাবি, ওই পাসপোর্ট অফিসার ভিনধর্মে বিয়ে সমর্থন করেন না বলে তাঁদের আবেদন আটকে রাখেন। তিনি ট্যুইট করে ঘটনাটি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রধানমন্ত্রীর অফিসেও জানান। তারপরই নড়েচড়ে বসে বিদেশমন্ত্রক। বিকাশকে বদলি করা হয়। বিদেশমন্ত্রক তদন্ত করতে বলে।
কিন্তু শিবসেনার এক প্রতিনিধিদল রাজ্যপাল রাম নায়েকের সঙ্গে দেখা করে ওই পাসপোর্ট কর্মীর বদলির নিন্দা করে বলে, ওঁকে পুরস্কার দেব আমরা। উনি ঠিকই করেছেন। বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। আসলে সরকার মুসলিমদের তুষ্ট করতে চাইছে।
শিবসেনার আগে আরএসএসও গোটা ঘটনার সঠিক, ন্যয্য, নিরপেক্ষ তদন্ত দাবি করে। তাদের বক্তব্য, ওই অফিসার ভুল করেছেন না আবেদনকারী দম্পতির তরফে বেনিয়ম হয়েছে, তা সঠিক তদন্তেই জানা যাবে, যে-ই দোষী প্রমাণিত হবে, তার সাজা হওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement