এক্সপ্লোর
গণপিটুনি: নির্দেশ রূপায়ণে ব্যবস্থা হয়নি, পিটিশনে অভিযোগ, কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিস সুপ্রিম কোর্টের
গোরক্ষার নামে তান্ডব, গণপিটুনির কঠোর হাতে মোকাবিলার জন্য শীর্ষ আদালত সংসদকে কড়া আইন চালুর কথা ভেবে দেখতে বলেছিল। এ ধরনের ঘটনা দেশে ‘টাইফুন সম দৈত্যে’র মতো বড় চেহারা নিতে পারে বলে সতর্ক করেছিল সর্বোচ্চ আদালত। আরও বলেছিল, এ ধরনের গণহিংসার পিছনে প্ররোচনা জোগাচ্ছে অসহিষ্ণুতা ও ভুয়ো খবর, মিথ্যা কাহিনি। তাই সব নাগরিকের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা সরকারের কর্তব্য।
নয়াদিল্লি: অ্যান্টি করাপশন কাউন্সিল অব ইন্ডিয়া ট্রাস্ট নামে একটি সংস্থার পেশ করা পিটিশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর গণপিটুনি ও গণহিংসা রোধে যে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলি রূপায়ণের ব্যাপারে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সংস্থাটির তরফে আইনজীবী অনুকূল চন্দ্র প্রধান পিটিশনে অভিযোগ করেছেন, গণপিটুনির ঘটনা বাড়ছে। গণপিটুনি রুখতে সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশ রূপায়ণে কোনও পদক্ষেপই করা হয়নি। গণহিংসার মতো অপরাধের মোকাবিলায় ‘আগাম প্রতিরোধমূলক, শাস্তিমূলক ও সুরাহামূলক ব্যবস্থা’ নিতে সরকারকে ২০১৮-র ১৭ জুলাইয়ের নির্দেশে বলেছিল শীর্ষ আদালত। কিন্তু সেগুলি কার্যকর করা হয়নি। এই অভিযোগ সম্পর্কে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ সব রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে।
ট্রাস্টের পক্ষে পিটিশনটি দিয়েছেন কংগ্রেস কর্মী তেহসিন পুনাওয়ালা। ক্রমবর্ধমান গণপিটুনি ও গোরক্ষার নামে বাড়াবাড়ির উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, গোরক্ষার নামে তান্ডব, গণপিটুনির কঠোর হাতে মোকাবিলার জন্য শীর্ষ আদালত সংসদকে কড়া আইন চালুর কথা ভেবে দেখতে বলেছিল। এ ধরনের ঘটনা দেশে ‘টাইফুন সম দৈত্যে’র মতো বড় চেহারা নিতে পারে বলে সতর্ক করেছিল সর্বোচ্চ আদালত। আরও বলেছিল, এ ধরনের গণহিংসার পিছনে প্ররোচনা জোগাচ্ছে অসহিষ্ণুতা ও ভুয়ো খবর, মিথ্যা কাহিনি। তাই সব নাগরিকের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা সরকারের কর্তব্য। যারা গণপিটুনিতে জড়ায়, তাদের মনের মধ্যে আইন সম্পর্কে ভীতি সৃষ্টি করবে বলে সওয়াল করে একটি বিশেষ আইন চালু করা প্রয়োজন, এও বলেছিল শীর্ষ আদালত। আইনের শাসন বহাল থাকা সুনিশ্চিত করার পাশাপাশি সমাজে আইনশৃঙ্খলা নিশ্চিত করাও রাজ্য সরকারগুলির কর্তব্য বলেও অভিমত জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement