এক্সপ্লোর
Advertisement
১৪ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ ওবিসি কোটার অর্ডিন্যান্সে স্থগিতাদেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের
জব্বলপুর: মধ্যপ্রদেশে কমলনাথের কংগ্রেস সরকার অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের (ওবিসি) জন্য সংরক্ষণ আগের ১৪ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করে গত ৮ মার্চ যে অর্ডিন্যান্স জারি করেছে, তা এক অন্তর্বর্তী নির্দেশে স্থগিত রাখল মধ্যপ্রদেশ হাইকোর্ট। অর্ডিন্যান্সটি সংবিধানের ১৬(৪)অনুচ্ছেদের ধারা লঙ্ঘন করছে বলে সওয়াল করে তাকে চ্যালেঞ্জ করেন আশিতা দুবে, রিচা পান্ডে, সুমন নামে তিনজন। তাঁরা পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তির জন্য ২০১৯এর নিট পরীক্ষায় বসেছিলেন বলে জানিয়েছেন তাঁদের কৌঁসুলি আদিত্য সাংঘি। তিনি সওয়াল করেন, সরকার ওবিসি কোটা বাড়িয়ে দেওয়ায় ৫০ শতাংশ সংরক্ষণের ঊর্ধ্বসীমা ছাড়িয়ে ৬৩ শতাংশে পৌঁছে গিয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের কাউন্সেলিং ২৫ মার্চ শুরু হতে চলেছে বলে জানান তিনি।
সাংঘির বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি আরএস ঝা ও বিচারপতি সঞ্জয় দ্বিবেদীর ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ বৃদ্ধির সরকারি অর্ডিন্যান্সে স্থগিতাদেশ দেয়। আদালত বলেছে, অর্ডিন্যান্সের জোরে কলেজে ভর্তির ক্ষেত্রে ওবিসি কোটায় ১৪ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়া যাবে না। ২ সপ্তাহের মধ্যে রাজ্যের মেডিকেল শিক্ষা সংক্রান্ত ডিরেক্টর ও মেডিকেল শিক্ষা দপ্তরের মুখ্যসচিবের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement