এক্সপ্লোর
মধ্য প্রদেশে মঙ্গলসূত্র গিলে ফেলল চোর, পেটে অস্ত্রোপচার করিয়ে বার করে ছাড়ল পুলিশ
![মধ্য প্রদেশে মঙ্গলসূত্র গিলে ফেলল চোর, পেটে অস্ত্রোপচার করিয়ে বার করে ছাড়ল পুলিশ Madhya Pradesh: Thief swallows Mangalsutra to mislead police; cops put him through surgery to retrieve it মধ্য প্রদেশে মঙ্গলসূত্র গিলে ফেলল চোর, পেটে অস্ত্রোপচার করিয়ে বার করে ছাড়ল পুলিশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/06/29125036/mangalsutra.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
জব্বলপুর: মধ্য প্রদেশের জব্বলপুরে এক চোরের পেটে অস্ত্রোপচার করিয়ে ছিনতাই করা সোনার মঙ্গলসূত্র উদ্ধার করল পুলিশ। তদন্তকারীদের পুরস্কৃত করা হয়েছে।
গতকাল সন্ধেয় মোটর সাইকেলে করে ২ যুবক স্থানীয় ডিফেন্স কলোনি থেকে এক ৭০ বছরের বৃদ্ধার মঙ্গলসূত্র ছিনতাই করে। তিনি তখন তাঁর বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন। স্থানীয় মানুষ পুলিশে খবর দিলে তারা ধরে ফেলে অভিযুক্তদের।
আইনের হাত এড়াতে সুরজ কুমার নামে এক অভিযুক্ত মঙ্গলসূত্রটি গিলে ফেলে। সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে এক্স রে করে দেখা যায়, মঙ্গলসূত্র রয়েছে তার পেটে। এরপর এন্ডোস্কোপিক সার্জারি করিয়ে সেটি বার করে ছাড়ে পুলিশ। ৫ মিনিটের মধ্যে মিটে যায় গোটা প্রক্রিয়া। অভিযুক্ত স্বীকার করেছে, এর আগেও এ ধরনের ছিনতাই করেছে সে।
২০১৬-য় এমনই এক ঘটনায় গিলে ফেলা চেন উদ্ধার করতে অভিযুক্তকে ৯৬টি কলা খাইয়েছিল পুলিশ। যতবার সে মলত্যাগ করেছে, প্রতিবার তা ঘেঁটে দেখে তারা। কিন্তু চেনটি পেটে আটকে যাওয়ায় তা বার হয়নি। শেষমেষ চিকিৎসকরা বার করে আনেন সেটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)