পুর-নির্বাচন: বিজেপিকে জয়ী করার জন্য মহারাষ্ট্রবাসীদের ধন্যবাদ মোদীর

নয়াদিল্লি: পুর নির্বাচনে বিজেপির ওপর আস্থা রাখার জন্য মহারাষ্ট্রের নাগকিরদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওড়িশার পর মহারাষ্ট্রের পুর-নির্বাচনে বিজেপির জয়জয়কার। বিষয়টিকে মাথায় রেখে তিনি প্রত্যেক ভারতীয়কে ধন্যবাদ জানান দলের ওপর আস্থা রাখার জন্য। বলেন, শক্তিশালী দেশ গড়ার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
এদিন একাধিক টুইট করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ, রাজ্য সভাপতি রাওসাহেব দানভে পাটিল এবং সকল বিজেপি নেতা-কর্মীদের ধন্যবাদজ্ঞাপন করেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৭ সালের শুভ সূচনা। প্রথমে ওড়িশায় বিপুল সমর্থন আর এখন মহারাষ্ট্রের মানুষের অভাবনীয় আশীর্বাদ। মহারাষ্ট্রের ভাই ও বোনদের কাছে ভীষণই কৃতজ্ঞ। তাঁরা সুশাসন ও উন্নয়নের রাজনীতির স্বার্থে বিজেপির ওপর আস্থা রেখেছেন।
মোদী মনে করেন, কঠিন পরিশ্রম দৃঢ় মনোভাব এবং ময়দানে নেমে কাজ করে আজ বিজেপি মহারাষ্ট্রের গ্রাম ও শহরাঞ্চল- উভয় ক্ষেত্রেই এক শক্তিশালী দল হয়ে উঠেছে। এর জন্য কর্মকর্তাদের শুভেচ্ছা। তিনি যোগ করেন, স্বচ্ছতা ও তুলনাহীন প্রচেষ্টার মাধ্যমে মহারাষ্ট্রকে অনেক উঁচুতে নিয়ে যাবে বিজেপি।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত পুর-নির্বাচনে বিজেপি ভাল ফল করেছে মহারাষ্ট্রে। পুণে, নাসিক, উল্লাসনগর, আকোলা, পিম্পরি চিঞ্চওয়াড়, সোলাপুর, নাগপুর এবং অমরাবতী পুরসভার দখল প্রায় নিশ্চিত করে ফেলেছে গেরুয়া-শিবির।






















