এক্সপ্লোর
ভিওয়ান্ডিতে ভেঙে পড়া বহুতলের নিচে চাপা পড়েও আশ্চর্যজনকভাবে প্রাণে বাঁচল ৬ মাসের শিশু

মুম্বই: রবিবার ঠানের ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় আশ্চর্যভাবে প্রাণে বেঁচে গেল ছয় মাসের এক শিশু। শিশুটির নাম আব্দুল রহমান মোমিন। ভেঙে পড়া দোতলা বাড়িটির নিচে চাপা পড়েছিল সেও। কিন্তু একটি স্ল্যাবের নিচে আটকে থাকায় প্রাণে বেঁচে যায় শিশুটি। অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ভিওয়ান্ডির ইন্দিরা গাঁধী মেমোরিয়াল হাসপাতালে আপাতত ভর্তি রয়েছে শিশুটি। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার মা সোফিয়া মোমিনের। প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ভিয়ান্ডির শান্তিনগর থানা এলাকায় একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে। সেসময় ৭-৮ টি পরিবার বহুতলের মধ্যে ছিল। মৃত্যু হয় ৮ জনের। জখম হন ২২ জন। ওই বাড়িটিকে আগেই বিপজ্জনক বহুতলের তালিকায় রেখেছিল স্থানীয় পুরসভা। বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বললেও রাজি হননি তাঁরা। রবিবার প্রবল বর্ষণে ভেঙে পড়ে সেটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















