এক্সপ্লোর
যৌনসঙ্গী হতে রাজি না হওয়ায় বন্ধুর প্রেমিকাকে খুন

পালঘড় (মহারাষ্ট্র): কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভীরারে। ধৃত যুবকের নাম দীপক ওয়াঘে (২৮)। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং ৫১১ ধারায় অপরাধের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ভীরার থানার ইন্সপেক্টর ইউনুস শেখ জানিয়েছেন, শুক্রবার ১৯ বছর বয়সি ওই তরুণী তাঁর প্রেমিকের বন্ধু দীপকের বাড়িতে যান। সেখানেই তাঁরা নিয়মিত দেখা করতেন। তরুণী যখন সেখানে যান, তখন তাঁর প্রেমিক সেখানে ছিলেন না। সেই সুযোগে দীপক তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। তিনি বাধা দেন। এরপর সব্জি বিক্রেতা দীপক একটি ধারাল অস্ত্র দিয়ে ওই তরুণীকে আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতার প্রেমিক পরে সেই বাড়িতে পৌঁছে তাঁর মৃতদেহ দেখতে পান। তিনিই দীপককে থানায় নিয়ে যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















